দেশের প্রথম মহিলা কোনও আদিবাসী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নিতে চলেছেন। আর দ্রৌপদী মুর্মুর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়ে তাঁর সম্প্রদায়ভুক্ত আদিবাসী সমাজের ২৭ জন শিল্পী রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পা রাখলেন রাজধানীতে।
আজ দিনভর সেখানেই চলবে শেষ মুহূর্তের মহড়া। দ্রৌপদী মুর্মুর সামনে আদিবাসী নৃত্য পরিবেশন করার সুযোগ পেয়ে আপ্লুত বাংলার আদিবাসী শিল্পীরা।
advertisement
আরও পড়ুন- "বুকে পাথর রেখে" একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করেছে দল: মহারাষ্ট্র বিজেপির প্রধান
ধামসা মাদলের তালে রঙিন পোশাক পরে সাঁওতাল গানের ছন্দে মাথায় সুসজ্জিত ঘটি নিয়ে আগামীকাল সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা মিলবে এই রাজ্যের হুগলি জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষের।
বিজেপির হুগলী সাংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি সোমলাল মুর্মুও রয়েছেন শিল্পীদের দলে। তাঁর কথায়, 'কখনও ভাবিনি এই সুযোগ পাব। দ্রৌপদী মুর্মুকে আমাদের তরফ থেকে আদিবাসী নৃত্যের মাধ্যমে অভিনন্দন জানাব'।
প্রসঙ্গত, গতকাল, শনিবার সকালে প্রত্যেকেই হাওড়া থেকে ট্রেনে চেপে রওনা দেন দিল্লির পথে। আদিবাসী শিল্পীরা, যাঁরা রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন, তাঁরা প্রত্যেকেই হুগলি জেলার বিভিন্ন আদিবাসী গ্রামের বাসিন্দা।
কেউ ধনেখালি ব্লকের সুরতসিংপুর, কেউ সিঙ্গুর ব্লকের নপাড়া, আবার কেউবা পান্ডুয়ার হাতনি আদিবাসী অধ্যুষিত গ্রামের। বিজেপি সূত্রের খবর, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়, বাংলার আদিবাসী শিল্পী সমাজকেও হাজির করতে হবে দিল্লিতে।
আরও পড়ুন- ভারতের জনসংখ্যা কমে যেতে পারে ৪১ কোটি! রাষ্ট্রসংঘের সমীক্ষার রিপোর্টে চমক
এর পরই বাংলার পদ্ম শিবিরের নেতাদের পক্ষ থেকে চূড়ান্ত করা হয় ২৭ জন শিল্পীর নাম। দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান, ধামসা মাদলের তালে নাচ, গান বাংলার আদিবাসী সমাজের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি-- এখন মিলেমিশে একাকার হয়ে থাকার অপেক্ষায়।