TRENDING:

Bengal labourer wins lottery: কেরলে গিয়ে রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক বাংলার শ্রমিক! আতঙ্কে এ কী করে বসলেন

Last Updated:

Bengal labourer wins lottery: বাদেশ পুলিশের কাছে সুরক্ষা চাইতে যান, কারণ এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তার উপর ভয় ছিল, কেউ যদি তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নেয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এরনাকুলাম: বাংলার শ্রমিক কেরলে গিয়েই রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক! ভিনরাজ্যে এত আনন্দ যেন সহ্য হল না তাঁর। লটারি জেতার খবর পেয়েই থানায় ছুটলেন এসকে বাদেশ। দাবি, তাঁকে নিরাপত্তা দিতে হবে। প্রাণের ভয় পাচ্ছেন তিনি।
লটারি জিতলেন বাংলার শ্রমিক
লটারি জিতলেন বাংলার শ্রমিক
advertisement

পশ্চিমবঙ্গের বাসিন্দা এসকে বাদেশ কেরালা সরকারের স্ত্রী শক্তি লটারির টিকিট কেটে ৭৫ লক্ষ টাকা জিতে নিয়েছেন। হতভম্ব এবং আতঙ্কিত সেই শ্রমিক মঙ্গলবার গভীর রাতেই মুভাট্টুপুজা থানায় ছুটে যান, তার পুরস্কারের অর্থের জন্য সুরক্ষা চান।

আরও পড়ুন: অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!

advertisement

এসকে বাদেশ পুলিশের কাছে সুরক্ষা চাইতে যান, কারণ এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তার উপর ভয় ছিল, কেউ যদি তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নেয়! মুভাট্টুপুজার পুলিশ তাঁকে গোটা প্রক্রিয়া বুঝিয়ে সমস্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুন: দার্জিলিঙে চরম দুর্যোগ! ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ পাহাড়-তরাই, সতর্কতা হাওয়া অফিসের!

advertisement

এস কে বাদেশ এর আগেও লটারি কেটে টাকা জেতার চেষ্টা করেছেন বহুবার। কিন্তু কখনও জেতেননি। ফলাফল পরীক্ষা করতে বসে তাই জেতার আশাও ছিল না তাঁর। টিকিট কেনার সময় এসকে বাদেশ এরনাকুলামের চোট্টনিকারায় রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত। কেরলে গিয়েছেন বেশি দিন হয়নি বলে ভাষা সম্পর্কে জ্ঞান কম। প্রক্রিয়া বোঝার জন্য তাই সাহায্যের প্রয়োজন ছিল। আর তাই তিনি তাঁর বন্ধু কুমারকে ডাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

টাকা পেলেই বাংলায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসকে বাদেশ। কেরল তাঁকে যে উপহার দিয়েছে, তা দিয়ে নিজের বাড়ি সংস্কার এবং কৃষির কাজ করার ইচ্ছে তাঁর।

বাংলা খবর/ খবর/দেশ/
Bengal labourer wins lottery: কেরলে গিয়ে রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক বাংলার শ্রমিক! আতঙ্কে এ কী করে বসলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল