পশ্চিমবঙ্গের বাসিন্দা এসকে বাদেশ কেরালা সরকারের স্ত্রী শক্তি লটারির টিকিট কেটে ৭৫ লক্ষ টাকা জিতে নিয়েছেন। হতভম্ব এবং আতঙ্কিত সেই শ্রমিক মঙ্গলবার গভীর রাতেই মুভাট্টুপুজা থানায় ছুটে যান, তার পুরস্কারের অর্থের জন্য সুরক্ষা চান।
আরও পড়ুন: অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!
advertisement
এসকে বাদেশ পুলিশের কাছে সুরক্ষা চাইতে যান, কারণ এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তার উপর ভয় ছিল, কেউ যদি তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নেয়! মুভাট্টুপুজার পুলিশ তাঁকে গোটা প্রক্রিয়া বুঝিয়ে সমস্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়।
আরও পড়ুন: দার্জিলিঙে চরম দুর্যোগ! ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ পাহাড়-তরাই, সতর্কতা হাওয়া অফিসের!
এস কে বাদেশ এর আগেও লটারি কেটে টাকা জেতার চেষ্টা করেছেন বহুবার। কিন্তু কখনও জেতেননি। ফলাফল পরীক্ষা করতে বসে তাই জেতার আশাও ছিল না তাঁর। টিকিট কেনার সময় এসকে বাদেশ এরনাকুলামের চোট্টনিকারায় রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত। কেরলে গিয়েছেন বেশি দিন হয়নি বলে ভাষা সম্পর্কে জ্ঞান কম। প্রক্রিয়া বোঝার জন্য তাই সাহায্যের প্রয়োজন ছিল। আর তাই তিনি তাঁর বন্ধু কুমারকে ডাকেন।
টাকা পেলেই বাংলায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসকে বাদেশ। কেরল তাঁকে যে উপহার দিয়েছে, তা দিয়ে নিজের বাড়ি সংস্কার এবং কৃষির কাজ করার ইচ্ছে তাঁর।