TRENDING:

বিরোধীদের ডাকা বনধে রাজ্যকে সচল রাখতে অতিরিক্ত যানবাহন পথে নামানোর সিদ্ধান্ত রাজ্যের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । অপরিশোধিত তেলের বেলাগাম দামের জেরে অতিরিক্ত ডলার গুনছে দিল্লি । এর জেরেই আগামিকাল অর্থাৎ সোমবার পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ অন্যান্য বিরোধী দলগুলিকেও বনধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস ।
advertisement

আগামী কাল বনধে জনজীবন সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর।কাল রাজ্যের তিনটি পরিবহন নিগনের মোট ৪,০০০ চলবে রাস্তায়; অন্য দিনের তুলনায় ৮০০টি অতিরিক্ত বাস চলবে । কলকাতা ও পার্শ্ববর্তী জেলা গুলিতে মোট ১২৫ টি জলযান চলবে যা স্বাভাবিক দিনের তুলনায় ৪৫টি বেশি ।

আরও পড়ুন: কাল ভারত বনধ, সর্বকালীন রেকর্ড ভেঙে আজও বাড়ল জ্বালানির দাম

advertisement

এছাড়াও, অতিরিক্ত ৫০টি ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।শিয়ালদাহ,হাওড়া ও এয়ারপোর্টেও অতিরিক্ত বাস থাকবে।

বেসরকারি বাস,মিনি বাস ও ট্যাক্সি মালিকদের সঙ্গে বৈঠক করে কাল গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ি ভাঙচুর বা কর্মীরা কেউ আহত হলে থাকছে বিমার ব্যবস্থা । প্রত্যেক জেলা ও কলকাতায় থাকবে কন্ট্রোল রুমের ব্যবস্থা  যার সঙ্গে পুলিশের যোগাযোগ থাকবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোনও রুটে বাস কম থাকলে  সেখানে সরকারি বাস পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে যার জন্য নির্দিষ্ট কিছু সংখ্যক বাস রিজার্ভও করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধীদের ডাকা বনধে রাজ্যকে সচল রাখতে অতিরিক্ত যানবাহন পথে নামানোর সিদ্ধান্ত রাজ্যের