মূলত দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই 'আজাদি কা অমৃত মহোৎসব'-এবং 'হর ঘর তেরঙা'-র পরিকল্পনা কেন্দ্রের বলে আগেই ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছিলেন, "দেশবাসীর মধ্যে দেশপ্রেম আরও প্রবল করতে নরেন্দ্র মোদি হর ঘর তেরঙা কর্মসূচি রূপে এক অভিনব অভিযানের কথা ঘোষণা করেছেন। এবার সেই কর্মসূচি পালন করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট।
advertisement
প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির (Bengal BJP) প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ট্যুইট করে রাজ্যবাসীর কাছে একই আবেদন রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তিন দিনব্যাপী ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আবেদন করেন তিনি রাজ্যবাসীর কাছে।
স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করতেই 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্র মনে করছে, ৭৫ বছরের স্বাধীনতায় প্রত্যেক নাগরিকের গর্বের বিষয় হল 'আজাদি কা অমৃত মহোৎসব'। এটার মধ্যে কেবল ভারতের গণতন্ত্রের শিকড় নির্ভর করছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের দিক থেকেও যে দেশ একটা সুদৃঢ় জায়গায় রয়েছে, তার প্রমাণ এটি। নরেন্দ্র মোদি 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং 'হর ঘর তেরঙা' প্রচার দেশপ্রেমকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন : ‘ঘরে ঘরে তেরঙ্গা’! দেশভক্তির ভাবনা উজ্জীবিত করতে একাধিক কর্মসূচির ঘোষণা মোদির
'হর ঘর তেরঙা' (Har Ghar Tiranga) কর্মসূচি পালন হবে এ রাজ্যেও। বঙ্গ বিজেপি (Bengal BJP) নেতৃত্বরা জানিয়েছেন, মূলত দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তারাও এই কর্মসূচি বাংলায় পালন করবে। বঙ্গ পদ্ম শিবিরের নেতারা জানাচ্ছেন, 'কেন্দ্রের তরফে যেমনই নির্দেশ আসবে সরকারি উদ্যোগের পাশাপাশি সেই নির্দেশ মোতাবেক বাংলাতেও দলের তরফে কর্মসূচিতে অংশ নেওয়া হবে'।
প্রসঙ্গত, 'হর ঘর তেরঙা' কর্মসূচিতে উৎসাহ দিতে ২২ জুলাই থেকেই সমস্ত রাজ্য সরকারের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ট্যুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জাতীয় পতাকা লাগানো উচিত বলেও সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী