TRENDING:

Bear: আচমকাই ঘুম ভেঙে গেল, মাথার কাছে পায়চারি করছে ইয়া বড় এক ভাল্লুক, ছত্তিসগঢ়ের ঘটনায় গায়ে কাঁটা দেবে

Last Updated:

প্রতিবেশীরা এই ঘটনা আঁচ করতে পেরে বন বিভাগকে জানায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছত্তিসগঢ়ের বিভিন্ন স্থানে বন্য জন্তুর উপদ্রব নতুন কোনও ঘটনা নয়। তবে বর্তমানে এই উপদ্রব সীমা ছাড়িয়েছে। ছত্তিসগঢ়ের কাঙ্কের অঞ্চলে সম্প্রতি বন্য প্রাণীদের ভয়ে তটস্থ হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে বন্য প্রাণীরা শুধুমাত্র লোকালয়ে নয়, অনায়াসেই স্থানীয়দের ঘরে ঢুকে পড়ছেন। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গত রাতে এই ঘটনাটি ঘটেছে কাঙ্কের এলাকায়। রাতের নিশ্ছিদ্র অন্ধকারে বাড়িতে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা, হঠাৎই সেই বাড়িতে একটি ভাল্লুক ঢুকে পড়ে।
advertisement

প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে যে, বেভারতি গ্রামে এই ঘটনা ঘটেছে। সেখানে এক স্থানীয় বাসিন্দা রাতে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন একটি প্রাপ্তবয়স্ক ভাল্লুক ঘরে ঢুকে পড়ে। বাড়িতে ভাল্লুক ঢুকে পড়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ভাল্লুকের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে আতঙ্কিতরা একটি ঘরে দরজা ভিতর থেকে আটকে রেখে নিশঃব্দে অপেক্ষা করতে থাকেন যতক্ষণ না সেটি নিজে থেকেই চলে যায়। ভাল্লুকটি অবশ্য কাউকে কিছু না করে বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। এরপরেই এটি খাবারের জিনিস খুঁজতে থাকে এবং সেই সময় ভয়ঙ্কর ভাবে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে প্রতিবেশীরা এই ঘটনা আঁচ করতে পেরে বিষয়টি বন বিভাগকে জানায়। বেশ কিছু সময় পড়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির আশেপাশে ক্রমশ স্থানীয়দের আনাগোনা বাড়তে থাকলে এবং লোকজনের ক্রমবর্ধমান সংখ্যাবৃদ্ধি দেখে ভাল্লুকটি অবশেষে নিজেই বাড়ি থেকে বেরিয়ে বনের দিকে ছুটে যায়। ভাল্লুকটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই পরিবারের সদস্যরা। রাতে ভাল্লুক বাড়িতে প্রবেশ করায় আশেপাশের গ্রামবাসীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। তাঁরা মনে করছেন এভাবে চলতে থাকলে যে কোনও সময়ে যে কোনও বন্য জন্তু তাঁদের বাসস্থানে চলে আসতে পারে। বন দফতর এই বিষয়ে জনগণকে আশ্বস্ত করে যে কোনও বন্য প্রাণীর আগমন সম্পর্কে অবিলম্বে তাঁদের অবহিত করার জন্য আবেদন করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bear: আচমকাই ঘুম ভেঙে গেল, মাথার কাছে পায়চারি করছে ইয়া বড় এক ভাল্লুক, ছত্তিসগঢ়ের ঘটনায় গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল