TRENDING:

রাতের আঁধারে ৭০টি গাড়ি নিয়ে উত্তর প্রদেশের গ্রামে আচমকা হানা দিল উত্তরাখণ্ড পুলিশের বিশাল বাহিনী ! তারপর…হকচকিয়ে গেলেন গ্রামবাসীরাও

Last Updated:

UP News: এই অভিযানে পুলিশ প্রায় ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করেছে এবং তাদের উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ড পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাতে খুব শীঘ্রই বড়সড় সত্য প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Report: Ramvilas Saxena
রাতের আঁধারে ৭০টি গাড়ি নিয়ে উত্তর প্রদেশের গ্রামে আচমকা হানা দিল উত্তরাখণ্ড পুলিশের বিশাল বাহিনী
রাতের আঁধারে ৭০টি গাড়ি নিয়ে উত্তর প্রদেশের গ্রামে আচমকা হানা দিল উত্তরাখণ্ড পুলিশের বিশাল বাহিনী
advertisement

বরেলি: উত্তর প্রদেশের বরেলির মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল উত্তরাখণ্ড পুলিশ। প্রায় ৩০০ পুলিশ আধিকারিকের বিশাল বাহিনী নিয়ে এই অভিযান চালিয়েছে উধম সিং নগরের এসএসপি। এই অভিযানে পুলিশ প্রায় ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করেছে এবং তাদের উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ড পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাতে খুব শীঘ্রই বড়সড় সত্য প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন– প্রকাশ্যে এল সন্ত প্রেমানন্দ মহারাজের ৩৮ বছর আগের কথা, বন্ধুদের কথা শুনে চমকে গেলেন সন্ন্যাসী নিজেই ! আপনিও অবাক হবেন

বরেলি জেলার ফতেহগঞ্জ ওয়েস্ট থানার আগরাসপুর গ্রামে এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটেছে। উধম সিং নগরের এসপি মণিকান্ত মিশ্র হঠাৎ করেই সোমবার রাতে প্রায় ৩০০ পুলিশ আধিকারিকের বিশাল বাহিনী নিয়ে গ্রামে হানা দেন। সেখান থেকে ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। আসলে অন্যান্য রাজ্য থেকে পাচার হওয়া মাদক উত্তরাখণ্ডে বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল যে, বরেলির মাদক মাফিয়া এই সমস্ত মাদক উত্তরাখণ্ডে বিক্রি করছে। যার জেরে সেখানকার যুব সম্প্রদায়ের মধ্যে মাদকাসক্তিও বৃদ্ধি পাচ্ছে। এটা খর্ব করার জন্যই বিষয়টি নিজের হাতে তুলে নেন উত্তরাখণ্ডের ডিজিপি। আর অভিযানের দায়িত্ব তুলে দেন এসপি মণিকান্ত মিশ্রর কাঁধে।

advertisement

আরও পড়ুন– জন্মদিনের আগেই নিভল জীবনের আলো, বিলাসবহুল পোর্শে গাড়ির বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পরিণতি যুবকের! তালগোল পাকিয়ে যাওয়া স্কুটি দেখে শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা

এর জন্য ৩০০ পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশাল বাহিনী প্রস্তুত করেছিলেন মণিকান্ত মিশ্র। গোপনেই চলছিল প্রশিক্ষণ। অবশেষে সোমবার রাতে এসএসপি মণিকান্ত মিশ্রর নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে ঘিরে ফেলা হয় বরেলির আগরাসপুর গ্রাম। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানের কথা সম্পূর্ণ রূপে গোপন রাখা হয়েছিল। যার জেরে তারা এই অভিযানে পুরোপুরি সফল হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপাতত পুলিশের দাবি, বড়সড় গোপন কোনও সত্য শীঘ্রই সামনে আসবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে উত্তরাখণ্ড পুলিশের এহেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন বরেলির অনুরাগ আর্য। তিনি বলেন যে, উত্তরাখণ্ডের পুলিশ আধিকারিকেরা আগে কিংবা পরে এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা কিছুই জানাননি। আসলে এই পদক্ষেপের বিষয়ে স্থানীয় পুলিশ, প্রশাসনকে জানানোটা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন যে, এই গ্রামে মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি। আর সেহরির সময় অভিযানটি চালিয়েছেন উত্তরাখণ্ডের পুলিশ আধিকারিকেরা। আর সেই সময় বড়সড় কোনও ঘটনা ঘটে যেতে পারত। এমনকী হোলির উৎসবেও বাধা পড়তে পারত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাতের আঁধারে ৭০টি গাড়ি নিয়ে উত্তর প্রদেশের গ্রামে আচমকা হানা দিল উত্তরাখণ্ড পুলিশের বিশাল বাহিনী ! তারপর…হকচকিয়ে গেলেন গ্রামবাসীরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল