বরেলি: উত্তর প্রদেশের বরেলির মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল উত্তরাখণ্ড পুলিশ। প্রায় ৩০০ পুলিশ আধিকারিকের বিশাল বাহিনী নিয়ে এই অভিযান চালিয়েছে উধম সিং নগরের এসএসপি। এই অভিযানে পুলিশ প্রায় ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করেছে এবং তাদের উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ড পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাতে খুব শীঘ্রই বড়সড় সত্য প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে।
advertisement
বরেলি জেলার ফতেহগঞ্জ ওয়েস্ট থানার আগরাসপুর গ্রামে এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটেছে। উধম সিং নগরের এসপি মণিকান্ত মিশ্র হঠাৎ করেই সোমবার রাতে প্রায় ৩০০ পুলিশ আধিকারিকের বিশাল বাহিনী নিয়ে গ্রামে হানা দেন। সেখান থেকে ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। আসলে অন্যান্য রাজ্য থেকে পাচার হওয়া মাদক উত্তরাখণ্ডে বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল যে, বরেলির মাদক মাফিয়া এই সমস্ত মাদক উত্তরাখণ্ডে বিক্রি করছে। যার জেরে সেখানকার যুব সম্প্রদায়ের মধ্যে মাদকাসক্তিও বৃদ্ধি পাচ্ছে। এটা খর্ব করার জন্যই বিষয়টি নিজের হাতে তুলে নেন উত্তরাখণ্ডের ডিজিপি। আর অভিযানের দায়িত্ব তুলে দেন এসপি মণিকান্ত মিশ্রর কাঁধে।
এর জন্য ৩০০ পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশাল বাহিনী প্রস্তুত করেছিলেন মণিকান্ত মিশ্র। গোপনেই চলছিল প্রশিক্ষণ। অবশেষে সোমবার রাতে এসএসপি মণিকান্ত মিশ্রর নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে ঘিরে ফেলা হয় বরেলির আগরাসপুর গ্রাম। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর ২৫ জন মাদক মাফিয়াকে গ্রেফতার করে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানের কথা সম্পূর্ণ রূপে গোপন রাখা হয়েছিল। যার জেরে তারা এই অভিযানে পুরোপুরি সফল হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপাতত পুলিশের দাবি, বড়সড় গোপন কোনও সত্য শীঘ্রই সামনে আসবে।
তবে উত্তরাখণ্ড পুলিশের এহেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন বরেলির অনুরাগ আর্য। তিনি বলেন যে, উত্তরাখণ্ডের পুলিশ আধিকারিকেরা আগে কিংবা পরে এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা কিছুই জানাননি। আসলে এই পদক্ষেপের বিষয়ে স্থানীয় পুলিশ, প্রশাসনকে জানানোটা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন যে, এই গ্রামে মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি। আর সেহরির সময় অভিযানটি চালিয়েছেন উত্তরাখণ্ডের পুলিশ আধিকারিকেরা। আর সেই সময় বড়সড় কোনও ঘটনা ঘটে যেতে পারত। এমনকী হোলির উৎসবেও বাধা পড়তে পারত।