TRENDING:

এ এক অন্য ‘রাজ-সিমরন’-এর কাহিনি, দাম্পত্য কলহে নিজের প্রাণ নিলেন যুবক! স্তম্ভিত দেশ

Last Updated:

Bareilly's Raj-Simran Story: জানা গিয়েছে যে বরেলির রাজ আর্য দাম্পত্য কলহের শিকার হয়ে আত্মহনন করেছেন। বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ তারিখে তাঁকে নিজের ঘরে ফাঁসবদ্ধ অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, তাঁর স্ত্রী সিমরন স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করার পরেই এই ঘটনাটি ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলি, উত্তর প্রদেশ: সুখের সংসার কি তাহলে কেবলই ছায়াছবির গল্প? অনেকেই এখন সেটাই দাবি করছেন। রুপোলি পর্দার রাজ-সিমরন সারা দেশকে ভালবাসার শক্তি জুগিয়ে থাকলেও, বাস্তবের রাজ-সিমরনের পরিণতি কিন্তু ঠিক তার উল্টো।
এ এক অন্য ‘রাজ-সিমরন’-এর কাহিনি, দাম্পত্য কলহে নিজের প্রাণ নিলেন যুবক (Photo Credits: X)
এ এক অন্য ‘রাজ-সিমরন’-এর কাহিনি, দাম্পত্য কলহে নিজের প্রাণ নিলেন যুবক (Photo Credits: X)
advertisement

জানা গিয়েছে যে বরেলির রাজ আর্য দাম্পত্য কলহের শিকার হয়ে আত্মহনন করেছেন। বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ তারিখে তাঁকে নিজের ঘরে ফাঁসবদ্ধ অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, তাঁর স্ত্রী সিমরন স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করার পরেই এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন– ‘বাবা আমি ১ কোটি টাকা জিতেছি…’! ফোনে শুনে কেউ বিশ্বাসই করেননি, দিনমজুরি করা ছেলেই ফেরাল পরিবারের ভাগ্য

advertisement

রাজ আর্য এবং সিমরন ২০২৪ সালের এপ্রিলে ভালবেসে একে অপরকে বিয়ে করেছিলেন। ঘটনার মাত্র ৪৫ দিন আগে তাঁদের এক কন্যাসন্তান হয়। পরিবারের সদস্যরা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল, যার ফলে সিমরন বাপের বাড়ি চলে যান।

বুধবার সকালে সিমরন এক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, আরও বলেছেন, ‘‘সে সকাল ১০:৩০ নাগাদ জেলে যাবে।’’ পরবর্তী পোস্টে তিনি আরও বলেন, ‘‘এখন জেলে যাও।’’

advertisement

ওই দিন সন্ধ্যাতেই, রাজ আর্য আত্মহনন করেন। পুলিশকে মৃতের মা ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা জানিয়েছেন। ছেলে তাঁকে বলেছিলেন, “মা, আমি চিরতরে ঘুমোতে যাচ্ছি।” কথার মানে বুঝতে না পেরে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং অবশেষে ছেলেকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

advertisement

আরও পড়ুন– সুন্দর কবিতা লেখেন, সামলান দেশের ভারও, দুবাইয়ের যুবরাজ ঘুরে গিয়েছেন দিল্লি, তাঁর বিলাসবহুল জীবন কল্পনারও সীমা ছাড়ায়

এই বিষয়ে সার্কেল অফিসার অজয় কুমার বলেন, পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দম্পতির বেশ কিছু পুরনো ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা ইউজারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কেন না, সেগুলোতে দেখা গিয়েছে সুখী দাম্পত্যের মুহূর্ত!

একজন লিখেছেন, ‘‘এই আনন্দ কেবল রিলের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে নয়।’’ আবার আরেকজন লিখেছেন, ‘‘এমন একটি পুরুষ কমিশনও থাকা উচিত যেখানে পুরুষরা তাঁদের পক্ষ উপস্থাপন করতে পারেন।’’

ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স একটি পোস্টে সিমরনের কনস্টেবল আত্মীয়কে বরখাস্ত করার দাবি জানিয়েছেন, যাতে সুবিচার সম্ভব হয়। পোস্টটিতে আরও বলা হয়েছে, “সিমরন ইনস্টাগ্রামে নিয়মিতভাবে রিল পোস্ট করতেন এবং রিলের মাধ্যমে তাঁর বৈবাহিক জীবনকে নিখুঁতহিসেবে তুলে ধরতেন। কিন্তু বাস্তবে, তিনি তার স্বামীকে নির্যাতন ও হেনস্তা করছিলেন”।

রাজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবার সিমরনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনবে কি না তা এখনও জানা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দেশ/
এ এক অন্য ‘রাজ-সিমরন’-এর কাহিনি, দাম্পত্য কলহে নিজের প্রাণ নিলেন যুবক! স্তম্ভিত দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল