TRENDING:

তিন ব্যাঙ্ক মিশ্রণের জের, বহরে ICICI-কে ছাপিয়ে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা

Last Updated:

মার্কেট শেয়ারের নিরিখে দেখলে, স্টেট ব্যাঙ্কের মার্কেট শেয়ার ২১.৮ শতাংশ, এইচডিএফসি-র মার্কেট শেয়ার ৮.৪ শতাংশ, সেখানে তিন ব্যাঙ্কের মিশ্রণের পর ব্যাঙ্ক অফ বরোদার মার্কেট শেয়ার হবে ৬.৯ শতাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিশতেই বহরে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ককে ছাপিয়ে গেল ব্যাঙ্ক অফ বরোদা৷ পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্ক অফ বরোদা ICICI ব্যাঙ্কের থেকে বৃহত্‍‌ ব্যাঙ্ক হয়ে যাচ্ছে৷ ব্যবসার নিরিখে বর্তমানে ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে এক নম্বরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্বিতীয় HDFC ব্যাঙ্ক ও তৃতীয় স্থানে রয়েছেন ICICI ব্যাঙ্ক৷
advertisement

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের পর ব্যাঙ্ক অফ বরোদার মোট ব্যবসার পরিমাণ হবে ১৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা৷ HDFC ব্যাঙ্কের চেয়ে খানিক নীচে (৪৫ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)৷ আইসিআইসিআই ব্যাঙ্ককে টপকে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা৷

মার্কেট শেয়ারের নিরিখে দেখলে, স্টেট ব্যাঙ্কের মার্কেট শেয়ার ২১.৮ শতাংশ, এইচডিএফসি-র মার্কেট শেয়ার ৮.৪ শতাংশ, সেখানে তিন ব্যাঙ্কের মিশ্রণের পর ব্যাঙ্ক অফ বরোদার মার্কেট শেয়ার হবে ৬.৯ শতাংশ৷

advertisement

অ্যামালগ্যামেশন স্কিম অনুসারে, প্রতি হাজার শেয়ারে ব্যাঙ্ক অফ বরোদার ৪০২ ইক্যুইটি শেয়ার পাবে বিজয়া ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক অফ বরোদার প্রতি ১ হাজার শেয়ারে ১১০টি ইক্যুইটি শেয়ার পাবে দেনা ব্যাঙ্ক৷ সরকারের শেয়ার ৬৩.৭ থেকে বেড়ে ৬৫.৭ শতাংশ হবে৷ বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের সিদ্ধান্ত গত বছর সেপ্টেম্বরে ঘোষণা করেছিল কেন্দ্র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাজার বিশেষজ্ঞদের মতে, শাখার নিরিখেও দেশে দ্বিতীয় বৃহত্তম হবে ব্যাঙ্ক অফ বরোদা৷ ভারতে ব্যাঙ্ক অফ বরোদার শাখার সংখ্যা হবে ৯ হাজার ৫১১টি৷

বাংলা খবর/ খবর/দেশ/
তিন ব্যাঙ্ক মিশ্রণের জের, বহরে ICICI-কে ছাপিয়ে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা