TRENDING:

India on Bangladesh: ‘যতদিন ইচ্ছে থাকতে পারেন,’ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর

Last Updated:

এদিন সংবাদসংস্থা এনডিটিভি-র তরফে তাঁকে হাসিনার ভারতে থাকা সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘‘কিছু ঘটনার মাঝখানে পড়ে তাঁকে এখানে আসতে হয়৷ সেই কারণেই এখানে থাকা৷ (ভারতে থাকার, বা কতদিন পর্যন্ত ভারতে থাকবেন) সেই সিদ্ধান্ত ওঁকেই নিতে হবে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতে যতদিন খুশি থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার একটি সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতে থাকা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত৷ তিনি যতদিন চান ভারতে থাকতে পারেন৷
News18
News18
advertisement

দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মুজিবর কন্যা হাসিনা৷ কিন্তু, ২০২৪ সালের জুলাই বিপ্লবের জেরে অগাস্টের মাঝামাধি কার্যত দেশ ছেড়ে ভারতে আসতে হয় তাঁকে৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তাঁর অনুপস্থিতিতেই তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

আরও পড়ুন : একদিনে উদ্বোধন হবে ৯ হাজার কিলোমিটার রাস্তা! নবান্ন থেকে গেল নির্দেশ…প্রস্তুতি শুরু জেলাশাসকদের

advertisement

এদিন সংবাদসংস্থা এনডিটিভি-র তরফে তাঁকে হাসিনার ভারতে থাকা সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘‘কিছু ঘটনার মাঝখানে পড়ে তাঁকে এখানে আসতে হয়৷ সেই কারণেই এখানে থাকা৷ (ভারতে থাকার, বা কতদিন পর্যন্ত ভারতে থাকবেন) সেই সিদ্ধান্ত ওঁকেই নিতে হবে৷’’

তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থানটা ঠিক কী? এই প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ভারত বাংলাদেশের যে কোনও সবসময় বৈধ এবং গণতান্ত্রিক ব্যবস্থার পাশে রয়েছে৷ তিনি বলেন, ‘‘যদি বিষয়টা নির্বাচন হয়, তাহলে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই প্রাথমিক কর্তব্য (সে দেশের বর্তমান নেতৃত্বের)৷’’

advertisement

আরও পড়ুন : পড়ুয়া পিছু ৫০০০ টাকা ফাইন! ডেডলাইন পেরিয়ে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নজিরবিহীন সিদ্ধান্ত…সতর্ক করা হল স্কুলগুলিকে

বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বলে জোর দেন জয়শঙ্কর৷ তিনি বলেন, ‘‘প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রই চায়, গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের মতামত জানতে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা কিছু উদ্ভূত হবে তা ভারতের সাথে সম্পর্কের একটি “সুষম এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি” প্রতিফলিত করবে এবং পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India on Bangladesh: ‘যতদিন ইচ্ছে থাকতে পারেন,’ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল