TRENDING:

Balasore Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় চার্জশিট পেশ CBI-র, নাম রয়েছে তিন রেল আধিকারিকের

Last Updated:

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই৷ ২ জুন ঘটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলের ওই তিন আধিকারিককে আগেই গ্রেফতার করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: বালাসোরের ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই৷ ২ জুন ঘটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলের ওই তিন আধিকারিককে আগেই গ্রেফতার করা হয়৷ তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের অভিযোগ করছে সিবিআই। এদিন ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল৷
বালাসোর ট্রেন দুর্ঘটনায় চার্জশিট পেশ CBI-র, নাম রয়েছে তিন রেল আধিকারিকের
বালাসোর ট্রেন দুর্ঘটনায় চার্জশিট পেশ CBI-র, নাম রয়েছে তিন রেল আধিকারিকের
advertisement

ওড়িশার বালাসোরে ঘটা ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ২৯৪ জন, আহত হন আরও হাজারখানিক৷ মর্মান্তিক এই দুর্ঘটনার তদন্তে নেমে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই।

গত ৭ই জুলাই এই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ ভারতীয় দণ্ডবিধির ৩০৪ পার্ট ২ অনুযায়ী এবং ধারা ৩৪ এবং ২০১ অনুযায়ী সেইসঙ্গে রেলওয়ের আইনের ১৫৩ ধারাতেও অভিযুক্ত করা হয়েছে ওই তিন রেল আধিকারিককে। ওই তিন রেল আধিকারিকই বালেশ্বর জেলায় মোতায়েন ছিলেন৷

advertisement

চার্জশিটে করা সিবিআইয়ের অভিযোগ অনুযায়ী, বাহানাগা বাজার স্টেশনের কাছে ৯৪ নম্বর লেভেল ক্রসিংয়ে গেট মেরামত করার দায়িত্বে ছিলেন অরুণ কুমার মোহান্ত৷ এই কাজে তিনি ৭৯ নম্বর লেভেল ক্রসিং গেটের সার্কিট ডায়াগ্রাম ব্যবহার করেছিলেন৷

আরও পড়ুন: ছাত্রমৃত্যুর তদন্তে মোটেই খুশি নয়? যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে আসছে ইউজিসি-র প্রতিনিধি দল

সিবিআই আরও জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা, ওভারহলিং এবং সংকেত ব্যবস্থা, ইন্টারলকিং ব্যবস্থাগুলির বদল, অনুমোদিত পরিকল্পনা এবং নির্দেশ অনুযায়ী হয়েছে কি না, তা দেখার দায়িত্ব ছিল অভিযুক্তদের। সিবিআইয়ের অভিযোগ তাঁরা তা করেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২ জুন শুক্রবার সন্ধ্যায় ঘটে এই মারাত্মক দুর্ঘটনা৷ যাত্রীবাহী ট্রেন, করমণ্ডল – শালিমার এক্সপ্রেস, আচমকা লাইনচ্যুত হয়ে যায় এবং একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। অন্যদিকে যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয় লাইনচ্যুত কোচগুলির।

বাংলা খবর/ খবর/দেশ/
Balasore Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় চার্জশিট পেশ CBI-র, নাম রয়েছে তিন রেল আধিকারিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল