TRENDING:

Baichung Bhutia: তৃণমূল, নিজের দল অতীত! ভোল বদলে সেই চামলিংয়েরই হাত ধরলেন বাইচুং

Last Updated:

২০১৪ সালে তাঁকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপি-র যশবন্ত সিং-এর কাছে পরাজিত হন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্যাংটক: প্রথমে তৃণমূল, তার পর নিজের দল হামরো সিকিম৷ শেষ পর্যন্ত যার বিরুদ্ধে সিকিমে নিজের রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সেই পবন চামলিংয়ের দলেই যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া৷ ১৮০ ডিগ্রি অবস্থান বদল করে বাইচুয়ের সিদ্ধান্তে অবাক সিকিমের সাধারণ মানুষের অনেকেই৷
পবন চামলিংয়ের হাত থেকে দলীয় পতাকা নিচ্ছেন বাইচুং৷
পবন চামলিংয়ের হাত থেকে দলীয় পতাকা নিচ্ছেন বাইচুং৷
advertisement

বাইচুংয়ের রাজনৈতিক পথচলা শুরু তৃণমূলের হাত ধরে৷ ২০১৪ সালে তাঁকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপি-র যশবন্ত সিং-এর কাছে পরাজিত হন তিনি৷ যদিও বাইচুংয়ের উপরে আস্থা রেখে ২০১৬ সালে ফের তাঁকে শিলিগুড়ি আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে তৃণমূল৷ এবার সিপিএমের অশোক ভট্টাচার্যের কাছে হারতে হয় পাহাড়ি বিছেকে৷

advertisement

আরও পড়ুন: ছেলের দাম ৬০ হাজার, মেয়ের ১৪! মুম্বইয়ে মাদক কিনতে দুই সন্তানকে বেচে দিল দম্পতি

এই হারের পরেই তৃণমূলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করেন বাইচুং৷ এ রাজ্যের রাজনীতিতেও আর দেখা যায়নি তাঁকে৷ বরং ২০১৮ সালের ৩১ মে মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে নিজের রাজনৈতিক দল হামরো সিকিমের ঘোষণা করেন বাইচুং৷ কিন্তু সেই নিজের রাজ্য সিকিমেও সেভাবে ছাপ ফেলতে পারেনি বাইচুংয়ের নিজের দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষ পর্যন্ত গতকাল সিকিমের রাভাংলায় পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টেই যোগ দিলেন বাইচুং৷ পবন চামলিং নিজেই বাইচুংয়ের হাতে দলের পতাকা তুলে দেন৷ বাইচুং বলেন, ২৪-এর লোকসভা এবং ২৬-এর সিকিম বিধানসভার নির্বাচন গুরুত্বপূর্ণ। সিকিমবাসীর যাবতীয় আকাঙখা মেটানোর লক্ষ্যেই এই দলবদল। সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Baichung Bhutia: তৃণমূল, নিজের দল অতীত! ভোল বদলে সেই চামলিংয়েরই হাত ধরলেন বাইচুং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল