বাবুলের (Babul Supriyo) অভিযোগ, তাঁর উপর হামলা চালানো ওই দুষ্কৃতী একটি স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সেই রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) দুই জাতীয় দলেরই যোগসাজশ রয়েছে।
আরও পড়ুন : পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি! লুধিয়ানায় ঘোষণা রাহুলের...
advertisement
আরও পড়ুন : অভিনব কায়দায় লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের দাপুটে পুলিশ কর্তার!
তাঁর ট্যুইটার পোস্টে বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে (Goa Assembly Election 2022) লড়ছে ওই দলটি (A Goa Local Party)। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’
তাঁর উপর হামলার ঘটনা নিয়ে একের পর এক ট্যুইট করেছেন বাবুল (Babul Supriyo)। জানিয়েছেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি। বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে। তবে এই ঘটনায় আমরা কোনও এফ আই আর করিনি এখনও।’