TRENDING:

Ramdev on Doctors: পাল্টি খেলেন রামদেব! চিকিৎসকদের বললেন ঈশ্বরের দূত, ভ্যাকসিন নিতেও রাজি

Last Updated:

কী এমন হল যে রামদেব (Yogaguru Ramdev on doctors) চিকিৎসকদের গুণগান করতে শুরু করলেন? একেবারে নিজের আগের কথা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেহরাদুন: একেবার ১৮০ ডিগ্রি গুরে গেলেন যোগগুরু রামদেব (Yogaguru Ramdev)৷ তাঁর সঙ্গে চিকিৎসকদের লড়াই উঠে এসেছিল খবরের শিরোনামে৷ অ্যালোপ্যাথি চিকিৎসা (Ramdev on Allopathy)  শাস্ত্রকে নিয়ে মস্করা করেন তিনি৷ বলেন বোকা বিজ্ঞান৷ এবার সেই রামদেবই বলছেন চিকিৎসকরা ঈশ্বরের দূত৷ এমনকি করোনা মোকাবিলায় অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে যাঁর মুখে শোনা গিয়েছিল নানা অভিযোগ, সেই যোগগুরু শেষ পর্যন্ত বললেন যে তিনিও করোনার ভ্যাকসিন নেবেন!
advertisement

এর আগে একাধিকবার অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে অপমান করেছেন তিনি৷ যার জেরে মারাত্মকভাবে ক্ষেপে যান চিকিৎসকমহল৷ এমনকী রামদেবের বিরুদ্ধে ক্ষমা চাইতে বলে আইনি নোটিশও পাঠান তাঁরা৷ তাতেও কিন্তু দমেননি যোগগুরু৷ লাগাতার তাঁর যুক্তি সামনে আনতে থাকেন পতঞ্জলির কর্তা (Patanjali) ৷ তাহলে কী এমন হল যে রামদেব চিকিৎসকদের গুণগান করতে শুরু করলেন? একেবারে নিজের আগের কথা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন?

advertisement

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ উর্ধ্বদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের কথা ঘোষণা করেন৷ ২১ জুন থেকে দেশজুড়ে সেই কর্মসূচি শুরু হতে চলেছে৷ প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামদেব৷ তিনি একে ঐতিহাসিক পদক্ষেপ বলেও ঘোষণা করেছেন৷

এখন তিনি বলছেন যে ভ্যাকসিনের দু’টো ডোজ নিয়ে নিজেকে সুরক্ষিত করুন৷ সঙ্গে চালিয়ে যান যোগব্যায়ম ও আয়ুর্বেদ৷ এইভাবে নিজের শরীরকে সুস্থ রাখুন, করোনার বিরুদ্ধে লড়াই করুন৷ এবং এতে করোনায় কারও মৃত্যু হবে না বলে দাবি করেছেন রামদেব (Ramdev to take corona vaccine)৷

advertisement

নিজের কোভিড ভ্যাকসিন কবে নেবেন, সাংবাদিকদের এই প্রশ্নে রামদেব জানান, খুব শীঘ্রই! এরই সঙ্গে তিনি চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন৷

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশেনর (Indian Medical Association)সঙ্গে যে পত্রযুদ্ধ চলছে তাঁর (Ramdev and IMA), সে বিষয়ে প্রশ্ন করা হলে, রামদেব জানান যে, তিনি কোনও সংস্থার সঙ্গে মতোবিরোধ চান না৷ তিনি শুধুমাত্র ওষুধের নামে লোক ঠকানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷ স্পষ্ট করেছেন রামদেব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শীঘ্রই প্রধানমন্ত্রী জন ঔষুধি কেন্দ্র খোলার দাবি রেখেছেন রামদেব৷ কারণ এই কেন্দ্র থেকে সস্তায় জেনারিক মেডিসিন পাবেন সাধারণ মানুষ৷ অনেকক্ষেত্রেই চিকিৎসকদের মধ্যে দামি ওষুধ দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করেছেন যোগগুরু৷ তিনি বলেন যে তিনি কোনও প্রতিষ্ঠানের বিরোধী নন৷ আধুনিক চিকিৎসারও বিরোধী নন৷ কারণ ভাল চিকিৎসকের গুরুত্ব অসীম, মেনেছেন রামদেব৷ তবে তারই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, কখনও কখনও কোনও চিকিৎসক ভুল পথে যেতে পারেন৷ একই সঙ্গে তিনি স্বীকার করে নেন যে, আপতকালীন চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য অ্যালোপ্যাথিই সেরা পথ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ramdev on Doctors: পাল্টি খেলেন রামদেব! চিকিৎসকদের বললেন ঈশ্বরের দূত, ভ্যাকসিন নিতেও রাজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল