মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা ৷ জাবাবে ভারতের আকাশে ঢোকে পাক-বিমান যা গুলি করে নামান ভারতীয় সেনারা ৷ উত্তপ্ত পরিস্থিতিতে দফায় দফায় বৈঠকে বসছেন উচ্চপদস্থ কর্তারা ৷ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চলছে নানাবিধ আলাপ আলোচনা ৷ তবে এসবের মধ্যে দেশাত্ববোধ জেগে উঠেছে সাধারণ জনতার ৷ দেশের মানুষ কুর্ণিশ জানাচ্ছেন ভারতীয় সেনাদের ৷ সঙ্গে সেলাম জানাচ্ছেন প্রধানমন্ত্রীকেও ৷ ফলে এই আবহে হাওয়া যে অনেকটাই মোদির দিকে সেটা বোঝাতে চাইছেন ইয়েদুরাপ্পা ৷
advertisement
আরও পড়ুনলাহোর পর্যন্ত না গেলেও সমঝৌতা এক্সপ্রেস নিয়ে আপাতত কোনও নির্দেশ নেই: পীযূষ গয়াল
এমন আবহে ভোট হলে বিজেপিরই যে পাল্লা ভারি হবে সেটা বলাই বাহুল্য ৷ এমনই মত তাঁর ৷ এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা উজ্জীবিত ৷ যার প্রতিফলন ঘটবে ভোটবাক্সেও ৷ এই মুহূর্তে কর্নাটকে ১৬ লোকসভা আসন দখলে রেখেছে বিজেপি ৷ ১০টি আসন রয়েছে কংগ্রেসের-জেডিএসের হাতে ৷
তবে ইয়েদুরাপ্পার এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়েছে ৷ কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারাইমা পাল্টা প্রশ্ন তুলেছেন ৷ ভোটের জন্যই কী এভাবে দেশের শহিদের বলিদানকে ব্যবহার করবে বিজেপি ? এই প্রশ্ন তুলে তিনি ট্যুইটও করেছে ৷