TRENDING:

এয়ারস্ট্রাইককে ধন্যবাদ, লোকসভা ভোটে ২৮-এ ২২টা পাবে বিজেপি : ইয়েদুরাপ্পা

Last Updated:

এমন আবহে ভোট হলে বিজেপিরই যে পাল্লা ভারি হবে সেটা বলাই বাহুল্য ৷ এমনই মত তাঁর ৷ এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা উজ্জীবিত ৷ যার প্রতিফলন ঘটবে ভোটবাক্সেও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: পুলওয়ামা কাণ্ডের প্রত্যুত্তরে এয়ারস্ট্রাইকের মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশবাসীর মন জয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার জন্য তার ওপর আবারও ভরসা রাখতে চাইবেন সাধারণ মানুষ ৷ এমনই বক্তব্য বিজেপির প্রবীণ নেতা ও কর্নাটকের বিরোধী দলনেতা বি এস ইয়েদুরাপ্পা ৷ তাঁর মতে এই সময় লোকসভা নির্বাচন হলে কর্নাটকে ২৮ আসনের ২২টি বিজেপিই পাবে ৷
advertisement

মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা ৷ জাবাবে ভারতের আকাশে ঢোকে পাক-বিমান যা গুলি করে নামান ভারতীয় সেনারা ৷ উত্তপ্ত পরিস্থিতিতে দফায় দফায় বৈঠকে বসছেন উচ্চপদস্থ কর্তারা ৷ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চলছে নানাবিধ আলাপ আলোচনা ৷ তবে এসবের মধ্যে দেশাত্ববোধ জেগে উঠেছে সাধারণ জনতার ৷ দেশের মানুষ কুর্ণিশ জানাচ্ছেন ভারতীয় সেনাদের ৷ সঙ্গে সেলাম জানাচ্ছেন প্রধানমন্ত্রীকেও ৷ ফলে এই আবহে হাওয়া যে অনেকটাই মোদির দিকে সেটা বোঝাতে চাইছেন ইয়েদুরাপ্পা ৷

advertisement

আরও পড়ুনলাহোর পর্যন্ত না গেলেও সমঝৌতা এক্সপ্রেস নিয়ে আপাতত কোনও নির্দেশ নেই: পীযূষ গয়াল

এমন আবহে ভোট হলে বিজেপিরই যে পাল্লা ভারি হবে সেটা বলাই বাহুল্য ৷ এমনই মত তাঁর ৷ এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা উজ্জীবিত ৷ যার প্রতিফলন ঘটবে ভোটবাক্সেও ৷ এই মুহূর্তে কর্নাটকে ১৬ লোকসভা আসন দখলে রেখেছে বিজেপি ৷ ১০টি আসন রয়েছে কংগ্রেসের-জেডিএসের হাতে ৷

advertisement

তবে ইয়েদুরাপ্পার এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়েছে ৷ কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারাইমা পাল্টা প্রশ্ন তুলেছেন ৷ ভোটের জন্যই কী এভাবে দেশের শহিদের বলিদানকে ব্যবহার করবে বিজেপি ? এই প্রশ্ন তুলে তিনি ট্যুইটও করেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এয়ারস্ট্রাইককে ধন্যবাদ, লোকসভা ভোটে ২৮-এ ২২টা পাবে বিজেপি : ইয়েদুরাপ্পা