TRENDING:

রাম মন্দির নির্মাণের খরচ ১১০০ কোটি টাকার থেকে কম নয়, জানিয়ে দেওয়া হল সাংবাদিক বৈঠকে

Last Updated:

মূল রাম মন্দিরটি নির্মাণের জন্য ৩০০ থেকে ৪০০ কোটি খরচ হবে৷ কিন্তু পুরো কমপ্লেক্স মিলিয়ে খরচের পরিমাণ ১১০০ কোটি ছুঁয়ে ফেলবে৷ তার চেয়ে কম নয়৷ ইতিমধ্যেই রাম মন্দির বানানোর কাজ শুরু হয়ে গিয়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অযোধ্যা: অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচের একটা হিসাব এল সামনে৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ সাড়ে তিন বছরের মধ্যে আকাশ ছোঁওয়া এই মন্দিরের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে৷
advertisement

পুরো প্রকল্পের দেখভাল করছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট৷ সোমবার এই সংগঠনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরিজি মহারাজ সাংবাদিক বৈঠক করলেন৷ তিনি জানালেন রাম মন্দির তৈরিতে খরচ হবে "১১০০ কোটি টাকা৷ এর চেয়ে কম নয়৷"

মহারাজা জানান যে, মূল রাম মন্দিরটি নির্মাণের জন্য ৩০০ থেকে ৪০০ কোটি খরচ হবে৷ কিন্তু পুরো কমপ্লেক্স মিলিয়ে খরচের পরিমাণ ১১০০ কোটি ছুঁয়ে ফেলবে৷ তার চেয়ে কম নয়৷ ইতিমধ্যেই রাম মন্দির বানানোর কাজ শুরু হয়ে গিয়ছে৷

advertisement

কমপ্লেক্সের শক্তিশালী নকশা বানানোর জন্য মুম্বই, দিল্লি, মাদ্রাস, গুয়াহাটি ও ররকির আইআইটি-র বিশেষজ্ঞদের ডাক দেওয়া হয়েছে৷ পাশাপাশি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এলঅ্যান্ডটি ও টাটার বিশেষ ইঞ্জিনিয়াররাও কাজ করছেন৷

কেন্দ্রের তৈরি করা রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার অনুদান জমা পড়েছে অনলাইনে৷ মহারাজ জানিয়েছেন যে, তাঁরা ৪ লক্ষ গ্রাম ও ১১ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবেন অনুদান সংগ্রহের জন্য৷ চলবে গণ অভিযান৷ কিছু দিন আগেই অফিসও খোলা হয়েছে৷ যেখানে এসে মানুষ অনুদান দিয়ে যেতে পারবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷ মূল মন্দির দো-তলার পরিবর্তে তিনতলা হবে। রাম মন্দিরের মোট এলাকা ৭০ একর। ২১২ থেকে এখন পিলারের সংখ্যা বাড়িয়ে ৩৬০টি করা হয়েছে৷ তিনটি গম্বুজের বদলে এখন পাঁচটি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে ২০২৪-এর দোলের দিন এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাম মন্দির নির্মাণের খরচ ১১০০ কোটি টাকার থেকে কম নয়, জানিয়ে দেওয়া হল সাংবাদিক বৈঠকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল