রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
লাড্ডু ও ফুল এই দুটোই কার্যত মূল জিনিস পূজো দেওয়ার জন্য বিক্রি হচ্ছে হনুমানগড়ীতে। যেহেতু পুণ্যার্থী বেড়েছে, তাই বেড়েছে লাড্ডু বিক্রিও। বিক্রি হচ্ছে কেজি কেজি লাড্ডু। অন্যদিকে কলকাতা থেকেই গিয়েছে গাঁদা ফুল। আর সেই গাঁদা ফুলে সেজে উঠছে রাম জন্মভূমি। মন্দিরের বিভিন্ন গেট সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে গাঁদা ফুল।
advertisement
শুধু তাই নয়, যে গেট গুলি দিয়ে ভিআইপি ও ভিভিআইপি-রা ঢুকবেন, সেই গেট গুলিতেও ব্যবহার করা হচ্ছে গাঁদাফুল। সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে গাঁদা ফুলই। এমনকি রাম মন্দির ঢোকার মূল প্রবেশপথে শুধু গাঁদা ফুল ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন : অবশেষে প্রকাশ্যে অযোধ্যার রামমন্দিরে রামলালার নতুন বিগ্রহের প্রথম ছবি! দেখুন
রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগেই একের পর এক উপকরণে সেজে উঠছে গোটা অযোধ্যা নগরী। তবে বহু অতিথি আবার রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে কয়েকশো কেজি লাড্ডু পাঠাচ্ছেন শুধু উপহার হিসেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি হওয়া লাড্ডু এসে পৌঁছাচ্ছে অযোধ্যায়। সবমিলিয়ে লাড্ডুই এখন সব থেকে বড় চর্চিত বিষয় গোটা অযোধ্যায়। অযোধ্যায় এলে অবশ্যই নজরে পড়বে গাঁদা ফুল ও লাড্ডুর এই চর্চিত অধ্যায়।
