TRENDING:

Ram Mandir Inauguration : রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হাজির কয়েকশো কেজি লাড্ডু! অযোধ্যা নগরীর সজ্জায় কলকাতা থেকে গেল ফুল

Last Updated:

Ayodhya Ram Mandir Inauguration Updates: বিক্রি হচ্ছে কেজি কেজি লাড্ডু। অন্যদিকে কলকাতা থেকেই গিয়েছে গাঁদা ফুল। আর সেই গাঁদা ফুলে সেজে উঠছে রাম জন্মভূমি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা : ক্রমশই অযোধ্যায় পারদ চড়ছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে। যতই সময় এগোচ্ছে ততই, উন্মাদনাও বাড়ছে শহরে। বাড়ছে লাড্ডু বিক্রিও। হনুমানগড়ীতে চার রকমের লাড্ডু পাওয়া যায়। আর  এই চার রকমের লাড্ডুর বিক্রির বেড়েছে অনেক গুণই। ঘিয়ের  লাড্ডু, বেসনের লাড্ড, নারকেলের লাড্ডু ও ক্ষীরের লাড্ডু বিক্রি হচ্ছে প্রচুর। যদিও সবগুলির মধ্যে ঘিয়ের লাড্ডু অনেকটাই এগিয়ে রয়েছে। হনুমানগড়ীর সামনে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসা লাড্ডুর ব্যবসায়ীরা বলছেন হনুমানজী যেহেতু ঘিয়ের লাড্ডু খেতে ভালবাসেন, তাই ওই লাড্ডুর বিক্রি সব থেকে বেশি। রাম মন্দিরের উদ্বোধন কেন্দ্র করে বহু পুণ্যার্থী এসেছেন অযোধ্যায়। আর যাঁরাই আসছেন, তাঁরাই যাচ্ছেন হনুমানগড়ী।
অযোধ্যায় পারদ চড়ছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে
অযোধ্যায় পারদ চড়ছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে
advertisement

রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates

লাড্ডু ও ফুল এই দুটোই কার্যত মূল জিনিস পূজো দেওয়ার জন্য বিক্রি হচ্ছে হনুমানগড়ীতে। যেহেতু পুণ্যার্থী বেড়েছে, তাই বেড়েছে লাড্ডু বিক্রিও। বিক্রি হচ্ছে কেজি কেজি লাড্ডু। অন্যদিকে কলকাতা থেকেই গিয়েছে গাঁদা ফুল। আর সেই গাঁদা ফুলে সেজে উঠছে রাম জন্মভূমি। মন্দিরের বিভিন্ন গেট সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে গাঁদা ফুল।

advertisement

শুধু তাই নয়, যে গেট গুলি দিয়ে ভিআইপি ও ভিভিআইপি-রা ঢুকবেন, সেই গেট গুলিতেও ব্যবহার করা হচ্ছে গাঁদাফুল। সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে গাঁদা ফুলই। এমনকি রাম মন্দির ঢোকার মূল প্রবেশপথে শুধু গাঁদা ফুল ব্যবহার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : অবশেষে প্রকাশ্যে অযোধ্যার রামমন্দিরে রামলালার নতুন বিগ্রহের প্রথম ছবি! দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগেই একের পর এক উপকরণে সেজে উঠছে গোটা অযোধ্যা নগরী। তবে বহু অতিথি আবার রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে কয়েকশো কেজি লাড্ডু পাঠাচ্ছেন শুধু উপহার হিসেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি হওয়া লাড্ডু এসে পৌঁছাচ্ছে অযোধ্যায়। সবমিলিয়ে লাড্ডুই এখন সব থেকে বড় চর্চিত বিষয় গোটা অযোধ্যায়। অযোধ্যায় এলে অবশ্যই নজরে পড়বে গাঁদা ফুল ও লাড্ডুর এই চর্চিত অধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Inauguration : রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হাজির কয়েকশো কেজি লাড্ডু! অযোধ্যা নগরীর সজ্জায় কলকাতা থেকে গেল ফুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল