TRENDING:

Ayodhya Case: অযোধ্যায় জমি বিবাদ মেটাতে মধ্যস্থতাকারীদের আরও সময় দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হল৷ বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যু মেটাতে সুপ্রিমো কোর্টের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিল মধ্যস্থতাকারী প্যানেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অযোধ্যায় বিতর্কিত জমির বিবাদ মেটাতে মধ্যস্থতাকারী প্যানেলকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার অযোধ্য জমি মামলায় শীর্ষ আদালত জানিয়েছে, ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হল৷ বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যু মেটাতে সুপ্রিমো কোর্টের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিল মধ্যস্থতাকারী প্যানেল৷
advertisement

প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, বিচারপতি এফএমআই কালিফুল্লার কাছে জমা সেই রিপোর্ট তাঁরা পেয়েছেন৷ রিপোর্টে মধ্যস্থকারী আরও সময়ের আবেদন করেছিল৷ তা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷ শীর্ষ আদালতে মধ্যস্থকারী প্যানেলের আইনজীবী সাংবিধানিক বেঞ্চকে সওয়াল করেন, 'যদি মধ্যস্থকারীরা সমস্যার সমাধানের ব্যাপারে ইতিবাচক হন, তা হলে সময়সীমা বাড়ানো তে কী ক্ষতি? এই সমস্যাটি তো নতুন নয়৷ বছরের পর বছর ধরে চলছে৷ কেন আমরা আরও সময় পাবো না?'

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুসলিম পক্ষ আদালতে জানান, তাঁরা মধ্যস্থতার যে কোনও সম্ভাবনাতেই রাজি৷ সব শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, মধ্যস্থতা কমিটি যে ভাবে এগোচ্ছে, তা তে আদালত সন্তুষ্ট৷ অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু। ফৈজাবাদে মধ্যস্থতার প্রক্রিয়া চলে। গোপনীয়তা বজায় রেখে মধ্যস্থতার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি মধ্যস্থতা প্রক্রিয়া ইন-ক্যামেরা করারও কথা বলেছিল আদালত। নির্দেশে বলা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। ৮ সপ্তাহের মধ্যে গোটা মধ্যস্থতা প্রক্রিয়া শেষ করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Case: অযোধ্যায় জমি বিবাদ মেটাতে মধ্যস্থতাকারীদের আরও সময় দিল সুপ্রিম কোর্ট