প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, বিচারপতি এফএমআই কালিফুল্লার কাছে জমা সেই রিপোর্ট তাঁরা পেয়েছেন৷ রিপোর্টে মধ্যস্থকারী আরও সময়ের আবেদন করেছিল৷ তা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷ শীর্ষ আদালতে মধ্যস্থকারী প্যানেলের আইনজীবী সাংবিধানিক বেঞ্চকে সওয়াল করেন, 'যদি মধ্যস্থকারীরা সমস্যার সমাধানের ব্যাপারে ইতিবাচক হন, তা হলে সময়সীমা বাড়ানো তে কী ক্ষতি? এই সমস্যাটি তো নতুন নয়৷ বছরের পর বছর ধরে চলছে৷ কেন আমরা আরও সময় পাবো না?'
advertisement
মুসলিম পক্ষ আদালতে জানান, তাঁরা মধ্যস্থতার যে কোনও সম্ভাবনাতেই রাজি৷ সব শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, মধ্যস্থতা কমিটি যে ভাবে এগোচ্ছে, তা তে আদালত সন্তুষ্ট৷ অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু। ফৈজাবাদে মধ্যস্থতার প্রক্রিয়া চলে। গোপনীয়তা বজায় রেখে মধ্যস্থতার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি মধ্যস্থতা প্রক্রিয়া ইন-ক্যামেরা করারও কথা বলেছিল আদালত। নির্দেশে বলা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। ৮ সপ্তাহের মধ্যে গোটা মধ্যস্থতা প্রক্রিয়া শেষ করতে হবে।