TRENDING:

এবার নতুন গাড়ির সঙ্গেই মিলবে নম্বর প্লেট

Last Updated:

এবার নতুন গাড়ির সঙ্গেই মিলবে নম্বর প্লেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: নতুন গাড়ি কেনার পর একটার পর একটা ফর্মালিটি পূরণের পালা শুরু হয়। প্রথমে রোড পারমিশন, তারপর নম্বর প্লেট, লাইসেন্স জোগাড়ের জন্য ছোটাছুটি। গাড়ি কেনার পরবর্তী এই ধক্কিগুলো থেকে খানিকটা হলেও মুক্তি দিতে চলেছে কেন্দ্র। এবার থেকে নতুন গাড়ির সঙ্গেই পাওয়া যাবে নম্বর প্লেট । তবে তার জন্যে দিতে হবে বাড়তি চার্জ । নতুন গাড়ির দামের সঙ্গেই যুক্ত হবে নম্বর প্লেটের জন্য আলাদা চার্জ।
advertisement

কেন্দ্রের এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি । তিনি জানিয়েছেন, ‘নতুন গাড়ি কেনার পর নম্বর প্লেট সংগ্রহের জন্য এবার আর কোনও সরকারি দফতরে যেতে হবে না । নতুন গাড়ির সঙ্গেই থাকবে রেডিমেড নম্বর প্লেট । গাড়ি প্রস্তুতকারক সংস্থাই এই নম্বর প্লেট তৈরি করে দেবে । গাড়ির দামের সঙ্গেই নম্বর প্লেট ও তার রেজিস্ট্রশনের খরচ ধরা থাকবে ।’

advertisement

আরও পড়ুন 

চলছে ভারত বনধ, দেশজুড়ে অশান্তি, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

নীতিন গড়করির মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবে গাড়ির ক্রেতারা। তবে তিনি এও স্পষ্ট করেছেন, উপযুক্ত নিয়ম মেনেই প্রত্যেক রাজ্যে গাড়ির নম্বর বন্টন করা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
এবার নতুন গাড়ির সঙ্গেই মিলবে নম্বর প্লেট