বুধবার মুম্বই পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকাকালীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে তাঁর উপর জঙ্গি হামলার বিষয়ে হুমকি ফোন আসে। নরেন্দ্র মোদির বিমানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা সমস্ত সংস্থাকে জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। মুম্বই পুলিশের অনুমান, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।
advertisement
আরও পড়ুন: রাত তিনটেয় ঘটল ঘটনাটা! সোদপুর স্টেশনে ১১ ঘণ্টা পড়ে ‘বাপ্পা’র দেহ! শিউরে ওঠা ঘটনা
গত সোমবার ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পাশাপাশি অংশ নিয়েছেন এআই-অ্যাকশন শীর্ষ সম্মেলনে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি।
মঙ্গলবার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে নরেন্দ্র মোদিকে নিয়ে হুমকি ফোন এসেছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়, ‘১১ ফেব্রুয়ারি একটি ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। প্রধানমন্ত্রী বিদেশ সফরে বেরোচ্ছিলেন। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝেই তদন্ত শুরু হয়’।
তবে এই প্রথম বার নয়। এর আগেও মোদিকে নিয়ে হুমকি ফোন এসেছিল। গত বছর ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপ মারফত হুমকি আসে মুম্বই পুলিশের কাছে। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হুমকি দেওয়া হয়। বলা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর দুই এজেন্ট মোদিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা কষছে।