TRENDING:

Puri Jagannath Temple|| অশুভ ইঙ্গিতে ত্রস্ত পুরী, জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার সংলগ্ন অরুণ স্তম্ভে ফাটল

Last Updated:

Crack Spotted On Aruna Stambha Facing Puri Jagannath Temple: অরুণ স্তম্ভে কমপক্ষে তিনটি ফাটল নজরে এসেছে। তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া  তরফে পরিস্থতি খতিয়ে দেখে দ্রুত মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরীঃ অশুভ ইঙ্গিত! পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া অরুণ স্তম্ভে ফাটল! যা নিয়ে ভক্তদের মধ্যে হইচই শুরু হয়েছে। পুরী মন্দিরে প্রবেশের সময়ে পুণ্যার্থীরা অরুণ স্তম্ভ দর্শনের পর মূল ফাটক দিয়ে মন্দিরে প্রবেশ করেন। এ দিন সিংহ দুয়ারের সামনে সেই স্তম্ভেই ফাটল দেখা গিয়েছে, এমনই দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভয়ে, আশঙ্কায় কাঁটা ভক্তেরা।
পুরী জগন্নাথ মন্দির। ফাইল ছবি।
পুরী জগন্নাথ মন্দির। ফাইল ছবি।
advertisement

জানা গিয়েছে, অরুণ স্তম্ভের উচ্চতা ৩৩ ফুট ৮ ইঞ্চি। রাজা দিব্যসিংহ দেব কোনারক থেকে এই স্তম্ভ নিয়ে এসে সিংহ দুয়ারের সামনে স্থাপন করেছিলেন। এ দিন মন্দির কমিটির তরফে দুর্গাপ্রসাদ দাস জানিয়েছেন, "যদি অরুণ স্তম্ভে কোনও ফাটল থাকে, তা দ্রুত সংস্কার করা হবে।" তবে মন্দির কমিটির তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

advertisement

আরও পড়ুনঃ হাতে হাত, নতুন সংকল্প শোভন-বৈশাখীর! যুগলের গণেশ পুজোর ছবি এখন চর্চায়

স্থানীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যানুযায়ী, অরুণ স্তম্ভে কমপক্ষে তিনটি ফাটল নজরে এসেছে। তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া  তরফে পরিস্থতি খতিয়ে দেখে দ্রুত মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। কত তাড়াতাড়ি ফাটল বন্ধ করে, তা পূর্বাবস্থায় ফেরানো যায়, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

উল্লেখ্য, ৩ অগাস্ট পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে দেওয়াল ধসে পড়ার ঘটনা সামনে এসেছিল। গর্ভগৃহের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়াতেও অশুভ ইঙ্গিতের আঁচ পেয়েছিলেন ভক্তরা। এরপর এ দিনের সম্প্রতি এই ফাটল নজরে আসে। ভক্তদের দাবি, শতাব্দী প্রাচীণ মন্দিরে অশুভ ছায়া পড়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Puri Jagannath Temple|| অশুভ ইঙ্গিতে ত্রস্ত পুরী, জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার সংলগ্ন অরুণ স্তম্ভে ফাটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল