জানা গিয়েছে, অরুণ স্তম্ভের উচ্চতা ৩৩ ফুট ৮ ইঞ্চি। রাজা দিব্যসিংহ দেব কোনারক থেকে এই স্তম্ভ নিয়ে এসে সিংহ দুয়ারের সামনে স্থাপন করেছিলেন। এ দিন মন্দির কমিটির তরফে দুর্গাপ্রসাদ দাস জানিয়েছেন, "যদি অরুণ স্তম্ভে কোনও ফাটল থাকে, তা দ্রুত সংস্কার করা হবে।" তবে মন্দির কমিটির তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
advertisement
আরও পড়ুনঃ হাতে হাত, নতুন সংকল্প শোভন-বৈশাখীর! যুগলের গণেশ পুজোর ছবি এখন চর্চায়
স্থানীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যানুযায়ী, অরুণ স্তম্ভে কমপক্ষে তিনটি ফাটল নজরে এসেছে। তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তরফে পরিস্থতি খতিয়ে দেখে দ্রুত মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। কত তাড়াতাড়ি ফাটল বন্ধ করে, তা পূর্বাবস্থায় ফেরানো যায়, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, ৩ অগাস্ট পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে দেওয়াল ধসে পড়ার ঘটনা সামনে এসেছিল। গর্ভগৃহের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়াতেও অশুভ ইঙ্গিতের আঁচ পেয়েছিলেন ভক্তরা। এরপর এ দিনের সম্প্রতি এই ফাটল নজরে আসে। ভক্তদের দাবি, শতাব্দী প্রাচীণ মন্দিরে অশুভ ছায়া পড়েছে।
