মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পূর্ব মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় এ দিন সকালে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের প্রশিক্ষিত কম্যান্ডো বাহিনীর গুলির লড়াই শুরু হয়৷ গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে৷
আরও পড়ুন: ভিড় রাস্তায় একের পর এক বাইক-স্কুটার আরোহীকে উড়িয়ে দিল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল!
advertisement
সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মিলিন্দ তেলতুম্বডে৷ ভিমা কোরেগাঁও হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত মিলিন্দ সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন৷ এনআইএ এবং পুণে পুলিশও দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল৷
জানা গিয়েছে, এ দিন সকালে মরদিনতোলার জঙ্গলের কোরছি এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে মহারাষ্ট্র পুুলিশের সি-৬০ কম্যান্ডো বাহিনী৷ অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টার শেষ হওয়ার পর বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করেন৷ তাঁরাই মিলিন্দ তেলতুম্বডে সহ নিহত মাওবাদীদের শনাক্ত করেছেন৷
মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে চার পুলিশকর্মীও গুরুতর আহত হয়েছেন৷ তাঁদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে নাগপুরে উড়িয়ে আনা হয়৷ ছত্তীসগড় সীমান্ত লাগোয়া গড়চিরোলির ওই অংশ বরাবরই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷