TRENDING:

Himachal Pradesh School Bus Accident: হিমাচলে খাদে পড়ল স্কুল বাস, পড়ুয়া সহ অন্তত ১৬ জনের মৃত্যু

Last Updated:

কুলুর ডেপুটি পুলিশ কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি সাঁইজ নামে একটি জায়গায় যাওয়ার পথে সকাল আটটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলু: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন যাত্রী৷ নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া বলে জানা গিয়েছে৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওই বাসটি একটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে৷
দুর্ঘটনাগ্রস্ত সেই স্কুল বাস ৷ Photo- ANI
দুর্ঘটনাগ্রস্ত সেই স্কুল বাস ৷ Photo- ANI
advertisement

কুলুর ডেপুটি পুলিশ কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি সাঁইজ নামে একটি জায়গায় যাওয়ার পথে সকাল আটটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে৷ নেওলি- শানসের রাস্তা ধরে যাওয়ার সময় জঙ্গলা গ্রামের কাছে একটি খাদে গিয়ে পড়ে বাসটি৷

আরও পড়ুন: ৭০ জন ছোট ছোট পড়ুয়া ভর্তি স্কুল বাস একেবারে উল্টে গেল!তারপর যা যা হল

advertisement

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ ওই স্কুল বাসটিতে পড়ুয়া সমেত মোট চল্লিশ জন মতো যাত্রী ছিলেন বলে খবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর৷ তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন৷ ট্যুইটারে জয়রাম ঠাকুর লেখেন, 'কুলুর সাঁইজ উপত্যকায় বাস দুর্ঘটনার খবর পেেয়ছি৷ ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা প্রত্যেকেই রয়েছেন৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি ভগবান যেন তাঁদের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দেন৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh School Bus Accident: হিমাচলে খাদে পড়ল স্কুল বাস, পড়ুয়া সহ অন্তত ১৬ জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল