TRENDING:

AstraZeneca Withdraws Covishield: বিরাট খবর, বিশ্বজুড়ে বন্ধ করা হল কোভিশিল্ড টিকা! মারাত্মক সাইড এফেক্টই কারণ? তুমুল চাঞ্চল্য

Last Updated:

AstraZeneca Withdraws Covishield: বিশ্বব‍্যাপি বন্ধ হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের বিক্রি। মাত্র কিছুদিন আগেই কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লিঃ বিশ্বব‍্যাপি বন্ধ হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের বিক্রি। মাত্র কিছুদিন আগেই কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এবার বাজার থেকে এই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা।
কোভিশিল্ড
কোভিশিল্ড
advertisement

আরও পড়ুনঃ লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা বিজেপির, হরিয়ানায় সঙ্কটে নায়েব সিং সরকার

বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আচমকা ঘোষণা করে ফের আলোড়ন ফেলে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। কোভিশিল্ড ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছিল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে এই টিকা উৎপাদন করেছিল পুনের সেরাম ইনস্টিটিউট।

advertisement

কোম্পানির কথায়, ‘যেহেতু একাধিক, বৈকল্পিক COVID-19 ভ্যাকসিন তৈরি করা হয়েছে কিন্তু এই মুহূর্তে বিশ্বব্যাপী কোনও চাহিদা নেই।’ ফলে বাণিজ্যিক কারণেই করোনাভাইরাসের ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন নতুন ভাইরাসের মোকাবিলা করার জন্য পুরনো ভ্যাকসিনের বিকল্প প্রস্তুত করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন বাজার থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বলে খবর। এই টিকা আর প্রস্তুত কিংবা উৎপাদন করা হবে না এবং ব্যবহৃতও হবে না, সাফ জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বের যে সমস্ত দেশে এই টিকা উৎপাদন করা হত, সমস্ত জায়গা থেকেই তা বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে। এই তালিকায় অবশ্যই রয়েছে ভারতও। অর্থাৎ এ দেশেও বন্ধ হয়ে যাচ্ছে কোভিশিল্ড। প্রসঙ্গত, বিখ‍্যাত ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থার বিরুদ্ধে রয়েছে ১০০ মিলিয়ন পাউন্ডের একটি আইনি মামলা। সেখানে মামলাকারীর দাবি, কোভিশিল্ডের ডোজ নিয়ে একাধিক মৃত্যু এবং গুরুতর অসুস্থতার ঘটনা প্রকাশ্যে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
AstraZeneca Withdraws Covishield: বিরাট খবর, বিশ্বজুড়ে বন্ধ করা হল কোভিশিল্ড টিকা! মারাত্মক সাইড এফেক্টই কারণ? তুমুল চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল