TRENDING:

এনকাউন্টার আতঙ্ক! বিমানে করে কানপুর ফেরানো হোক, আবেদন বিকাশ দুবের সহযোগীর

Last Updated:

উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবেকে ধরতে গিয়ে আট পুলিশকর্মীর হত্যার ঘটনায় জড়িত ছিল এই অরবিন্দ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঠানে: সড়ক পথে নয়৷ মহারাষ্ট্রের ঠানে থেকে উত্তর প্রদেশে ফেরাতে হলে তাকে নিয়ে যেতে হবে বিমানে৷ এনকাউন্টারের আশঙ্কায় আদালতে এমনই অভিনব দাবি জানাল বিকাশ দুবের ঘনিষ্ঠ সঙ্গী অরবিন্দ ত্রিবেদী৷
advertisement

গত শনিবার মহারাষ্ট্র পুলিশের এটিএস-এর হাতে ধরা পড়ে বিকাশ দুবের অন্যতম সহযোগী অরবিন্দ৷ এর পর তাকে ২১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত৷ অরবিন্দের আইনজীবী আদালতে জানান, কানপুরে নিয়ে যেতে হলে পুলিশ যেন বিমানে করেই তাকে নিয়ে যায়৷

গত শুক্রবার সকালে মধ্যপ্রদেশ থেকে কানপুরে ফেরার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের ডন বিকাশ দুবের৷ তার আগে বিকাশের একাধিক সঙ্গীরও একই ভাবে উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়৷ এবার তাই এনকাউন্টারের আশঙ্কায় আগেভাগেই আদালতের কাছে আবেদন করল বিকাশের সহযোগী অরবিন্দ৷

advertisement

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবেকে ধরতে গিয়ে আট পুলিশকর্মীর হত্যার ঘটনায় জড়িত ছিল এই অরবিন্দ৷ ২০০১ সালে উত্তর প্রদেশের রাজনৈতিক নেতা সন্তোষ মিশ্রের হত্যাকাণ্ডেও সে যুক্ত ছিল বলে অভিযোগ৷ বিকাশ দুবের সঙ্গে সেও যে এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল, ইতিমধ্যেই এটিএস-এর জেরায় অরবিন্দ তা স্বীকার করেছে বলে জানা গিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তবে অরবিন্দের আবেদন মতো তাকে বিমানে উত্তর প্রদেশে ফেরানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত৷ উত্তরপ্রদেশ পুলিশ ঠানেতে পৌঁছনোর পর তাদের বক্তব্য শুনেই নিজের সিদ্ধান্ত জানাবেন বিচারক৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এনকাউন্টার আতঙ্ক! বিমানে করে কানপুর ফেরানো হোক, আবেদন বিকাশ দুবের সহযোগীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল