মাই ইন্ডিয়াতে বলা হয়েছে, এ বার বিজেপির উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে মহিলা ভোটারের সংখ্যা৷ কংগ্রেসে বাড়তে পারে পুরুষ ভোটারের সংখ্যা৷ পোল অফ পোলসে বলা হয়েছে, ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৭টি আসন, বিজেপি পেতে পারে ৪০টি আসন, অন্যরা পেতে পারে তিনটি আসন৷ টিকে ইন্ডিয়া টিভির এক্সিট পোলে বলা হয়েছে, কংগ্রেস পেতে পারে ৪৬ থেকে ৫৬টি আসন, বিজেপি পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন৷ অন্যরা পেতে পারে ০৩-০৫ আসন৷
advertisement
এবিপির এক্সিট পোলে বলা হয়েছে কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৫৩টি আসন, বিজেপি পেতে পাতে ৩৬ থেকে ৪৮টি আসন৷ ফলে বিভিন্ন চ্যানেলের রেজাল্টেই স্পষ্ট করে বোঝা যাচ্ছে ছত্তিশগড়ে পাল্লা ভারি হয়ে রয়েছে কংগ্রেসের৷ ভূপেশ বাঘেলের নেতৃত্বে তৈরি সরকারই নতুন করে ক্ষমতায় ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে এক্সিট পোলে৷ তবে সে রাজ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, সে কথা বলাই চলে৷