TRENDING:

Assembly Election Results 2023: তিন রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতার অনেক উপরে পদ্ম, গণনা শেষে কী দাঁড়াল চূড়ান্ত ফল?

Last Updated:

কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল৷ এক নজরে দেখে নেওয়া যাক, গণনা শেষে চার রাজ্যে কী দাঁড়াল চূড়ান্ত ফল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শুরুর দিকে মনে হয়েছিল বিজেপি-র সঙ্গে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই করবে কংগ্রেস৷ কিন্তু যত সময় গড়িয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছে কংগ্রেসের যাবতীয় প্রতিরোধ৷ কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল৷ এক নজরে দেখে নেওয়া যাক, গণনা শেষে চার রাজ্যে কী দাঁড়াল চূড়ান্ত ফল?
রাজস্থানে বিজেপি কর্মীদের উল্লাস৷ ছবি- পিটিআই
রাজস্থানে বিজেপি কর্মীদের উল্লাস৷ ছবি- পিটিআই
advertisement

মধ্যপ্রদেশ

মাঝে ২ বছর বাদ দিয়ে টানা প্রায় ১৭ বছর ক্ষমতায়৷ ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ভয়৷ সেই সমস্ত আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে বিজেপি৷ চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে একক ভাবে ১৬৩টি আসন দখল করেছে বিজেপি৷ ৬৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ অন্যান্যরা পেয়েছে ১টি আসন৷

advertisement

রাজস্থান

দীর্ঘদিনের ধারা বজায় রেখেই ফের রাজস্থানে পালাবদল হল৷ কংগ্রেসকে অনেক পিছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি৷ রাজস্থান বিধানসভার ২০০টি আসনের ১৯৯টিতে ভোট হয়েছিল৷ বিজেপি একাই জিতেছে ১১৫টি আসনে৷ ৬৯টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ মায়াবতীর দল বিএসপি জয়ী হয়েছে ২টি আসনে৷ অন্যান্যরা দখল করেছে ১৩টি আসন৷

advertisement

আরও পড়ুন: ‘আজকের হ্যাটট্রিক চব্বিশে জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি’! তিনিই ফিরছেন, বুঝিয়ে দিলেন মোদি

ছত্তিশগড়

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত ছিল ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস৷ ক্ষমতা ধরে রাখা দূরে থাক, পাঁচ বছর সরকারে থাকার পর পদ্মকে কড়া চ্যালেঞ্জও ছুড়ে দিতে ব্যর্থ হাত৷ সব হিসেব উল্টে দিয়ে ছত্তিশগড় বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৫৪টি দখল করল বিজেপি৷

advertisement

তেলেঙ্গানা

তেলেঙ্গানার ক্ষেত্রে অবশ্য বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসই মিলে গিয়েছে৷ কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস-কে পিছনে ফেলে প্রথম বারের জন্য তেলেঙ্গানায় ক্ষমতায় এল কংগ্রেস

১১৯টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৬৫টিতে৷ বিআরএস পেয়েছে ৩৮টি আসন৷ বিজেপি এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৮টি করে আসনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সাম্প্রতিক বেশ কিছু রাজ্যে নির্বাচনে ফল প্রকাশের পর অথবা সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিধায়কদের দলবদলের ফলে ক্ষমতার হাতবদল হয়েছে৷ তিন বছর আগে একই ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে৷ মহারাষ্ট্রেও ঘোড়াকেনাবেচার রাজনীতির অভিযোগ উঠেছে৷ তবে এ বার চার রাজ্যেই

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Results 2023: তিন রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতার অনেক উপরে পদ্ম, গণনা শেষে কী দাঁড়াল চূড়ান্ত ফল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল