মধ্যপ্রদেশ
মাঝে ২ বছর বাদ দিয়ে টানা প্রায় ১৭ বছর ক্ষমতায়৷ ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ভয়৷ সেই সমস্ত আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে বিজেপি৷ চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে একক ভাবে ১৬৩টি আসন দখল করেছে বিজেপি৷ ৬৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ অন্যান্যরা পেয়েছে ১টি আসন৷
advertisement
রাজস্থান
দীর্ঘদিনের ধারা বজায় রেখেই ফের রাজস্থানে পালাবদল হল৷ কংগ্রেসকে অনেক পিছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি৷ রাজস্থান বিধানসভার ২০০টি আসনের ১৯৯টিতে ভোট হয়েছিল৷ বিজেপি একাই জিতেছে ১১৫টি আসনে৷ ৬৯টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ মায়াবতীর দল বিএসপি জয়ী হয়েছে ২টি আসনে৷ অন্যান্যরা দখল করেছে ১৩টি আসন৷
আরও পড়ুন: ‘আজকের হ্যাটট্রিক চব্বিশে জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি’! তিনিই ফিরছেন, বুঝিয়ে দিলেন মোদি
ছত্তিশগড়
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত ছিল ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস৷ ক্ষমতা ধরে রাখা দূরে থাক, পাঁচ বছর সরকারে থাকার পর পদ্মকে কড়া চ্যালেঞ্জও ছুড়ে দিতে ব্যর্থ হাত৷ সব হিসেব উল্টে দিয়ে ছত্তিশগড় বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৫৪টি দখল করল বিজেপি৷
তেলেঙ্গানা
তেলেঙ্গানার ক্ষেত্রে অবশ্য বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসই মিলে গিয়েছে৷ কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস-কে পিছনে ফেলে প্রথম বারের জন্য তেলেঙ্গানায় ক্ষমতায় এল কংগ্রেস
১১৯টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৬৫টিতে৷ বিআরএস পেয়েছে ৩৮টি আসন৷ বিজেপি এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৮টি করে আসনে৷
সাম্প্রতিক বেশ কিছু রাজ্যে নির্বাচনে ফল প্রকাশের পর অথবা সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিধায়কদের দলবদলের ফলে ক্ষমতার হাতবদল হয়েছে৷ তিন বছর আগে একই ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে৷ মহারাষ্ট্রেও ঘোড়াকেনাবেচার রাজনীতির অভিযোগ উঠেছে৷ তবে এ বার চার রাজ্যেই