দেশের পাঁচ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পাঁচ রাজ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোট গণনার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন বুথফেরত সমীক্ষাতে শক্তি খুইয়ে উত্তরপ্রদেশে ফের বিজেপিরই ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! শুরু ভোট গণনা, রেজাল্টের লাইভ আপডেট জানতে দেখুন....
advertisement
পঞ্জাবে প্রথমবার আম আদমি পার্টির মসনদে আসীন হওয়ার ইঙ্গিতও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষাগুলিতে উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বিজেপিকে সামান্য হলেও এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেসও ক্ষমতার দৌড়ে কোনওভাবেই পিছিয়ে নেই, এমনই পূর্বাভাস উঠে এসেছে সমীক্ষাগুলিতে।
আরও পড়ুন: হঠাৎ করেই সব কংগ্রেস প্রার্থীর রিসর্টে 'আত্মগোপন'! ফলপ্রকাশের আগেই গোয়ায় হলটা কী?
উত্তরাখণ্ডে বুথফেরত সমীক্ষাগুলিতে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। ক্ষমতা হারালেও প্রায় ৪১ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে। এছাড়া আম আদমি পার্টি ৯ শতাংশ এবং অন্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে উত্তরাখণ্ডে।