শনিবার ছত্তীসগড়ের দুর্গে একটি প্রচার সভায় বক্ৃতা করেন মোদি৷ সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’
মোদির এই কথা ঘিরেই তৈরি হয়েছে ‘বিতর্ক’৷ এদিন নিজের X হ্যান্ডেলে সাকেত লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ঘোষণা করেছেন, বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ৫ বছর বাড়াবে কেন্দ্রীয় সরকা৷ এই ধরনের সরকারি সিদ্ধান্ত যে কোনও সময় ঘোষণা করা যায়৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কথা ঘোষণা করার জন্য, ভোটমুখী ছত্তীসগড়ের দুর্গকেই বেছে নিলেন৷’
advertisement
সাকেতের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী এই ধরনের প্রকল্পের কথা এই সময় ঘোষণা করতে পারেন না, কারণ, এগুলো ভোটারদের প্রভাবিত করতে পারে৷
এরপরেই জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর অভিযোগ পত্রের ছবি শেয়ার করেন তৃণমূল সাংসদ সাকেত৷ চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন সাংসদ৷
২০২০ সালে কোভিড অতিমারির সময় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ প্রকল্প চালু করা হয়েছিল। যার অধীনে সরকার দেশবাসীকে পাঁচ কেজি পর্যন্ত খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। শনিবার সেই মেয়াদই আরও এক বার বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী।