আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’
ঘটনাটি অসমের। অসমে লোকসভা নির্বাচনে জোট বেঁধেছে বিজেপি, অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল। অসমের যে নেতার ছবি ভাইরাল হয়েছে তিনি প্রমোদ বোরোর নেতৃত্বাধীন ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরালের। স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপির শরিক দল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে টাকার উপর শুয়ে আছেন অ্যান্টনি নাজ়ারি এবং জনি বোরো।
advertisement
আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান
বিশেষ করে যখন বিজেপি নিজেই দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের বিদ্ধ করছে, তখন এমন ছবি ভাইরাল হওয়ায় অস্বস্তিতে অসমের শাসক দল বিজেপিও। লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ১১টিতে লড়ছে ভারতীয় জনতা পার্টি, দু’টিতে লড়ছে অসম গণ পরিষদ এবং একটি আসনে লড়ছে ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল।