সূত্রের খবর অনুযায়ী, ধৃত জঙ্গির নাম জাহির আলি। গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে অসম পুলিশের অভিযানে ধরা পড়ে এই জঙ্গি। ধৃত জাহির আলির নাম ছিল ‘মোস্ট ওয়ান্টেডের’ তালিকাতে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এর আগে ১২ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
advertisement
একের পর জঙ্গি গ্রেফতারের ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ। রবিবার ১৯ জানুয়ারি ফের এক জঙ্গিকে গ্রেফতার করল অসম এসটিএফ। অপারেশন ‘প্রঘাত’-এর অধীনে এর আগেও ধুবরী থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ।
আরও পড়ুন: লেবু গাছের গোড়ায় দিন মাত্র ১ চামচ এই জিনিস…সারাবছর আর কিনতে হবে না লেবু! ১০ টাকাতেই ম্যাজিক
জঙ্গিগোষ্ঠী আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। গোপন সূত্রে খবর পেয়েই তদন্ত শুরু করে অসম STF। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীর ঘনিষ্ঠ সহযোগী মোঃ ফারহান ইশরাকের নির্দেশে জঙ্গি কার্যকলাপ চালিয়েছে এই সংগঠন।