অসমের নাগাও জেলার এই হাসপাতালের মর্মস্পর্শী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নার্সারির দায়িত্বে রয়েছেন দু’জন নার্স! আচমকাই কম্পন শুরু হয়! আলো জ্বলতে-নিভতে থাকে! এক মুহূর্তও অপেক্ষা না করে সদ্যোজাতদের কাছে ছুটে যান দুই নার্স! শিশুদের গায়ে রাখেন ভরসার হাত, স্নেহের হাত, যাতে তারা ভয় না পায়! কম্পনের জেরে গোটা হাসাপাতলেই তখন আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি! কিন্তু নার্স দু’জন শিশুদের ছেড়ে কোথাও নড়েননি।
advertisement
রবিবার অসমে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। অসমের ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও।
