TRENDING:

Assam Earthquake: ছুটে পালালেন না, ভূমিকম্পের সময় হাসপাতালে সদ্যোজাতদের আগলে রাখলেন দুই নার্স, অসমের চোখে জল-আনা ভিডিও ভাইরাল

Last Updated:

রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পনের সময়কার এক হৃদয়বিদারক ছবি ধরা পড়ল অসমের একটি বেসেকারি হাসপাতালে। দুটি নার্স আগলে রাখলেন সদ্যোজাত শিশুদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অসম: রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পনের সময়কার এক হৃদয়বিদারক ছবি ধরা পড়ল অসমের একটি বেসেকারি হাসপাতালে। ভূমিকম্পে ভয় পেয়ে দৌড়ে পালালেন না, বরং দুটি নার্স আগলে রাখলেন সদ্যোজাত শিশুদের।
Assam Earthquake Viral Video
Assam Earthquake Viral Video
advertisement

অসমের নাগাও জেলার এই হাসপাতালের মর্মস্পর্শী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নার্সারির দায়িত্বে রয়েছেন দু’জন নার্স! আচমকাই কম্পন শুরু হয়! আলো জ্বলতে-নিভতে থাকে! এক মুহূর্তও অপেক্ষা না করে সদ্যোজাতদের কাছে ছুটে যান দুই নার্স! শিশুদের গায়ে রাখেন ভরসার হাত, স্নেহের হাত, যাতে তারা ভয় না পায়! কম্পনের জেরে গোটা হাসাপাতলেই তখন আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি! কিন্তু নার্স দু’জন শিশুদের ছেড়ে কোথাও নড়েননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'ধনধান্যে পুষ্পে ভরা' স্রষ্টাকে আর ভুলবে না কেউ! বিদায়বেলায় নজিরবিহীন পদক্ষেপ রেলের কর্মীর
আরও দেখুন

রবিবার অসমে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। অসমের ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও।

বাংলা খবর/ খবর/দেশ/
Assam Earthquake: ছুটে পালালেন না, ভূমিকম্পের সময় হাসপাতালে সদ্যোজাতদের আগলে রাখলেন দুই নার্স, অসমের চোখে জল-আনা ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল