TRENDING:

Himant Biswa Sharma on Bangladeshi: বাংলা বললেই ‘বিদেশি’? চাপে পড়ে ‘বাংলাদেশি’ মন্তব্য থেকে সোজা ‘U-Turn’ হিমন্ত বিশ্বশর্মার, তাঁর ব্যাখ্যা...

Last Updated:

হিমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে দাবি করেন, জনগণনার সময় ফর্মে মাতৃভাষার জায়গায় বাংলা লিখলেই বুঝতে হবে তারা বিদেশি। তাঁর এই মন্তব্য ঘিরেই বিপাকে পড়ে বিজেপি৷ এরপরেই তিনি ব্যাখ্যা দেন তাঁর বক্তব্যের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

অসম: অসমে যত মানুষ বাংলায় কথা বলেন, তা দেখলেই বোঝা যাবে সে রাজ্যে কতজন বিদেশি রয়েছে৷ বিজেপি শাসিত রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এ হেন মন্তব্যের পরেই তৃণমূলের চাঁচাছোলা আক্রমণের মুখে পড়েছে বিজেপি৷ বাংলা বললেই কি সে বাংলাদেশি? বিজেপি কি বাঙালি এবং বাংলাদেশির মধ্যে পার্থক্য মুথে দিতে চাইছে, লাগাতার এমন প্রশ্ন তুলছে বঙ্গের শাসকদল৷ তার উপরে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হওয়ার ঘটনা বিষয়টি আরও গুরুতর আকার নিয়েছেবাঙালি হেনস্থা ও বাঙালি নিগ্রহের অভিযোগ তুলে আজ, বুধবার প্রতিবাদে পথে নামছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ থাকবেন অভিষেকও৷ হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের জেরে খানিকটা হলেও অস্বস্তিতে বিজেপি৷ এবার নিজের মন্তব্যের জন্য সাফাই গাইতে দেখা গেল হিমন্তকে

advertisement

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়, “এই বিদ্বেষের উৎস কোথায়? কেন এত ঘৃণা বাঙালি ও বাংলা ভাষার প্রতি? শুধুমাত্র এই কারণে, যে বাংলার মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করে অপমানিত করেছে?” হুঁশিয়ারির সুরে রাজ্যের শাসকদল বলেছে, “ঘৃণা, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বহিরাগত বিদ্বেষ ছড়িয়ে যদি বাংলাকে দখল করতে চায়, তবে আমাদের করুণা রইল। বাংলার মানুষ এবার আরও বেশি ভোটে বিজেপিকে প্রত্যাখ্যান করবে।”

advertisement

আরও পড়ুন: এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! মাতৃভাষা বাংলা হলেই ‘বিদেশি’? ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্য মুছে দিতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

হিমন্ত বলেন, “অসম কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল যেভাবে আমার মন্তব্য বিকৃত করে আমাকে বাংলা বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করছে সেটা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা ছাড়া কিছুই নয়। এই অনুপ্রবেশকারীদের উপস্থিতি দেশের জনসংখ্যার কাঠামোকে বদলে ফেলতে পারে।” হিমন্তর দাবি, অসমে বসবাসকারী বাংলাভাষী-সহ প্রত্যেক ভারতীয় তাঁর সরকারের অবস্থান বোঝেনবাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে তাঁরা সমর্থনও করেন।”

advertisement

তাঁর পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, অসমের নতুন এনআরসি তালিকায় ১২ লক্ষ কেন হিন্দু বাঙালি? বিজেপির বাংলা ও বাঙালিবিদ্বেষে অসমের একটা বড় ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে সারবত্তাহীন সাফাই গেয়েছেন হিমন্ত। তাঁর সেই সাফাই যে আর একটা জুমলা, তা প্রমাণিত অসমের নতুন এনআরসি তালিকায়। সেখানে যে ১৯ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি। কেন ১২ লক্ষ হিন্দু বাঙালি এনআরসি তালিকায়, প্রশ্ন তৃণমূলের। অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত হিন্দু বাঙালির সংখ্যা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। সম্প্রতি যেভাবে বিজেপি রাজ্যগুলিতে বাংলা বিরোধিতায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও পুশব্যাকের রাজনীতি শুরু হয়েছে তার থেকে এককাঠি এগিয়ে অসম।

advertisement

হিমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে দাবি করেন, জনগণনার সময় ফর্মে মাতৃভাষার জায়গায় বাংলা লিখলেই বুঝতে হবে তারা বিদেশি। তাঁর এই মন্তব্য ঘিরেই বিপাকে পড়ে বিজেপি৷ এরপরেই তিনি ব্যাখ্যা দেন তাঁর বক্তব্যের৷ তাঁর মন্তব্য বিকৃতির অভিযোগও তোলেন। তবে, অসমের মুখ্যমন্ত্রী বাংলার হিন্দুদের যেভাবে ফরেনার্স ট্রাইবুনালের চিঠি পাঠিয়েছেন বা এনআরসির চিঠি ধরিয়েছেন, তার কোনও উত্তর দিতে পারেননি হিমন্ত

আরও পড়ুন: ‘খুলুন দেখি!,’ দুই মহিলা-দু’টো ট্রলিGRP দেখেই অবস্থা খারাপ! তল্লাশির সময় এমন জিনিস পাওয়া গেল, পুলিশও ভাবতে পারেনি

বাঙালিদের রোষের হাত থেকে বাঁচতে হিমন্তর প্রয়াসকে তীব্র কটাক্ষ করে তৃণমূল আইটি সেলসোশ্যাল মিডিয়া শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য বলেন, হিমন্ত বিশ্বশর্মা দাবি করছেন তিনি বেআইনি বাংলাদেশিদের তাড়ানোর কাজ করছেন। তবে অসমে যে ফাইনাল এনআরসি তালিকা তৈরি হয়েছে তাতে যে ১৯.৬ লক্ষ মানুষ বাদ পড়েছেন তার মধ্যে ১২ লক্ষ বাঙালি হিন্দু কেন? এক্ষেত্রে কী তাঁদের সমস্যা, না ভাষা সমস্যাতেই তারা বাদ? আপনি দাবি করছেন আপনার ক্রুসেড বাঙালিদের বিরুদ্ধে নয়। তবে অসমের ডিটেনশন সেন্টারে যে মৃত্যু হয়েছে তাতে প্রতি ৩০ জনে ৪ জন বাঙালি কেন মারা গিয়েছেন। আপনার ট্র্যাক রেকর্ডই বলছে আপনার কাছে একটি মাপকাঠি রয়েছে, তা হল বাঙালি। এর সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের সম্পর্ক নেই। এখানে শুধুই একটি ভাষা, একটি জাতি ও একটি সংস্কৃতির প্রতি অস্বাভাবিক ঘৃণা রয়েছে আপনার।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himant Biswa Sharma on Bangladeshi: বাংলা বললেই ‘বিদেশি’? চাপে পড়ে ‘বাংলাদেশি’ মন্তব্য থেকে সোজা ‘U-Turn’ হিমন্ত বিশ্বশর্মার, তাঁর ব্যাখ্যা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল