Indian Railways: ‘খুলুন দেখি!,’ দুই মহিলা-দু’টো ট্রলি...GRP দেখেই অবস্থা খারাপ! তল্লাশির সময় এমন জিনিস পাওয়া গেল, পুলিশও ভাবতে পারেনি

Last Updated:
অন্যান্য যাত্রীদের সঙ্গে বসেই প্ল্যাটফর্মে ট্রেন আসার অপেক্ষা করছিলেন এক মহিলা৷ তার পাশে বসেছিলেন, আরও একজন৷ দু‌জনের সঙ্গে ছিল বিরাট ২টো ট্রলি ব্যাগ৷
1/8
ভারতীয় রেলওয়ে একটা বিরাট নেটওয়ার্ক৷ নিজেদের দেশে তৈরি করা সামগ্রী ভারতের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে ব্যবসা করার জন্য নিজেদের উদ্যোগে এই নেটওয়ার্ক বানিয়েছিল ব্রিটিশরা৷ আর স্বাধীন ভারতের গণ পরিবহণের সর্ববৃহৎ নেটওয়ার্ক তৈরি হয়েছে সেই কাঠামোর উপরে ভিত্তি করে৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ভারতীয় রেলওয়ে একটা বিরাট নেটওয়ার্ক৷ নিজেদের দেশে তৈরি করা সামগ্রী ভারতের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে ব্যবসা করার জন্য নিজেদের উদ্যোগে এই নেটওয়ার্ক বানিয়েছিল ব্রিটিশরা৷ আর স্বাধীন ভারতের গণ পরিবহণের সর্ববৃহৎ নেটওয়ার্ক তৈরি হয়েছে সেই কাঠামোর উপরে ভিত্তি করে৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/8
এই রেলের নেটওয়ার্ক যেমন ভারতীয়দের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ন্যূনতম খরচে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেয়, ঠিক তেমনই এই ইন্ডিয়ান রেলওয়েকে ব্যবহার করে দেদার চলে একাধিক বেআইনি কাজ৷ সম্প্রতি সেরকমই অপরাধীর খোঁজ মিলল৷ যার মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গেরই জলপাইগুড়ির বাসিন্দা৷ Generated image
এই রেলের নেটওয়ার্ক যেমন ভারতীয়দের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ন্যূনতম খরচে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেয়, ঠিক তেমনই এই ইন্ডিয়ান রেলওয়েকে ব্যবহার করে দেদার চলে একাধিক বেআইনি কাজ৷ সম্প্রতি সেরকমই অপরাধীর খোঁজ মিলল৷ যার মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গেরই জলপাইগুড়ির বাসিন্দা৷ Generated image
advertisement
3/8
অন্যান্য যাত্রীদের সঙ্গে বসেই প্ল্যাটফর্মে ট্রেন আসার অপেক্ষা করছিলেন এক মহিলা৷ তার পাশে বসেছিলেন, আরও একজন৷ দু‌জনের সঙ্গে ছিল বিরাট ২টো ট্রলি ব্যাগ৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] অন্যান্য যাত্রীদের সঙ্গে বসেই প্ল্যাটফর্মে ট্রেন আসার অপেক্ষা করছিলেন এক মহিলা৷ তার পাশে বসেছিলেন, আরও একজন৷ দু‌জনের সঙ্গে ছিল বিরাট ২টো ট্রলি ব্যাগ৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/8
প্ল্যাটফর্মে থাকা প্রায় সব দূরপাল্লার যাত্রীদের সঙ্গেই বড় ট্রলি ব্যাগ থাকে৷ তাতে বিশেষ সন্দেহ হওয়ার কথা নয়৷ কিন্তু, এই দুই মহিলার ক্ষেত্রে বিষয়টা বড় চোখে পড়ছিল৷ থেকে থেকেই এদিক এদিক দেখছিল তারা৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] প্ল্যাটফর্মে থাকা প্রায় সব দূরপাল্লার যাত্রীদের সঙ্গেই বড় ট্রলি ব্যাগ থাকে৷ তাতে বিশেষ সন্দেহ হওয়ার কথা নয়৷ কিন্তু, এই দুই মহিলার ক্ষেত্রে বিষয়টা বড় চোখে পড়ছিল৷ থেকে থেকেই এদিক এদিক দেখছিল তারা৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/8
মহিলা দু’টিকে দেখে বেশ অনেকক্ষণ ধরেই সন্দেহ হচ্ছিল প্ল্যাটফর্মে কর্তব্যরত এক RPF কর্মীর৷ তিনি কয়েক জনকে সঙ্গে নিয়ে ওই মহিলাদের দিকে এগিয়ে যান৷ ট্রলি দু’টোকে দেখিয়ে জিজ্ঞেস করেন, ‘এগুলো খুলে দেখান তো!’ Generated image
মহিলা দু’টিকে দেখে বেশ অনেকক্ষণ ধরেই সন্দেহ হচ্ছিল প্ল্যাটফর্মে কর্তব্যরত এক RPF কর্মীর৷ তিনি কয়েক জনকে সঙ্গে নিয়ে ওই মহিলাদের দিকে এগিয়ে যান৷ ট্রলি দু’টোকে দেখিয়ে জিজ্ঞেস করেন, ‘এগুলো খুলে দেখান তো!’ Generated image
advertisement
6/8
সঙ্গে সঙ্গে মুখচোখ বদলে যায় দুই মহিলার৷ সাদা, শুকনো হয়ে যায় চেহারা৷ ঘামতে শুরু করেন৷ এরপর রেলওয়ে পুলিশ (জিআরপি)রেলওয়ে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর যৌথ অভিযানে দুই মহিলা পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৩ কেজি ৬৬০ গ্রাম গাঁজা৷ গাঁজাগুলো ২টো ট্রলি ব্যাগ মিলিয়ে ৮টি প্যাকেটে রাখা ছিল৷Generated image
সঙ্গে সঙ্গে মুখচোখ বদলে যায় দুই মহিলার৷ সাদা, শুকনো হয়ে যায় চেহারা৷ ঘামতে শুরু করেন৷ এরপর রেলওয়ে পুলিশ (জিআরপি)রেলওয়ে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর যৌথ অভিযানে দুই মহিলা পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৩ কেজি ৬৬০ গ্রাম গাঁজা৷ গাঁজাগুলো ২টো ট্রলি ব্যাগ মিলিয়ে ৮টি প্যাকেটে রাখা ছিল৷ Generated image
advertisement
7/8
ধৃতদের নাম শান্তিরবাজারের বাসিন্দা ৩০ বছর বয়সি মিনাকি দেবনা ওরফে মোনালি এবং জলপাইগুড়ির বাসিন্দা ৩২ বছর বয়সি সাবিনা বিবি। তাদের দুজনের বিরুদ্ধেই আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইন (মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ আইন) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।  উভয় মহিলাই দেওঘর হয়ে এই গাঁজা চেন্নাইতে নিয়ে যাচ্ছিলেন। এর বাজার মূল্য আনুমানিক ৭.৯৩ লক্ষ টাকা।
ধৃতদের নাম শান্তিরবাজারের বাসিন্দা ৩০ বছর বয়সি মিনাকি দেবনা ওরফে মোনালি এবং জলপাইগুড়ির বাসিন্দা ৩২ বছর বয়সি সাবিনা বিবি। তাদের দুজনের বিরুদ্ধেই আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইন (মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ আইন) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। উভয় মহিলাই দেওঘর হয়ে এই গাঁজা চেন্নাইতে নিয়ে যাচ্ছিলেন। এর বাজার মূল্য আনুমানিক ৭.৯৩ লক্ষ টাকা।
advertisement
8/8
রেলওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ত্রিপুরা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে তামিলনাড়ুতে গাঁজা পাচারের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা আনা হচ্ছে এবং রেলপথে পাঠানো হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি এখন স্টেশনে নজরদারি বাড়িয়েছে এবং ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছে।
রেলওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ত্রিপুরা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে তামিলনাড়ুতে গাঁজা পাচারের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা আনা হচ্ছে এবং রেলপথে পাঠানো হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি এখন স্টেশনে নজরদারি বাড়িয়েছে এবং ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছে।
advertisement
advertisement
advertisement