কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ নিয়ে লাগাতার পাকিস্তান সংসদে চর্চা চলছে ৷ এরই মাঝে পূর্ব রাষ্ট্রপতি আসিফ আলি জরদারি দাবি করেছেন ১৯৭১ সালের যুদ্ধের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হাজার একর জমি পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যুদ্ধের পর সেই সময় ভারতে প্রায় ৯০০০০ পাকিস্তানি বন্দি ছিল ৷ ভারতের কব্জায় পাকিস্তানের ১০০০ একর জমি ছিল ৷ এই দুই বিষয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলেছিলেন ৷ এরপর পাকিস্তানি বন্দি ও জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷
advertisement
কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ বাংলাদেশ তৈরির সঙ্গে তুলনা করেছেন জরদারি ৷ তিনি আরও বলেছেন পূর্ব পাকিস্তানের সমস্যার পর কাশ্মীর এখন অতটাই বড় সমস্যা ৷ এটা বোঝার জন্য ইতিহাস জানতে হবে ৷
তিনি সংসদে বলেন যে ভারত ও কাশ্মীরের মুসলিমদের এটা বুঝতে হবে যে জিন্নার দুই রাষ্ট্রের সিদ্ধান্ত চলবে ৷ জরদারি আরও বলেন যে কাশ্মীরের নেতারাও বলেছেন যে ভারতের সাথ দিয়ে ভুল করেছেন তারা ৷ ইমরান সরকারকেও প্রশ্ন করে জানতে চান যে দেশের অর্থব্যবস্থার কী পরিস্থিতি হয়েছে সেটা কী তিনি জানেন না ?