লোকসভায় জোরদার ভাষণে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল তুলে এনে খোঁচা তো দিলেনই, পাশাপাশি ৫৮ বছরের কংগ্রেস জমানাকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ছুড়লেন, ‘যাঁরা চিৎকার করছেন, তাঁরা কেন এক কিলোমিটার যাত্রা করা ট্রেনেও অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি?’
বাজেট অধিবেশনে শেষ কয়েকদিন পর পর রেল দুর্ঘটনার কথার বদলে অশ্বিনী বৈষ্ণবের মুখে কেবলমাত্র বুলেট ট্রেনের স্তুতি শোনা যাচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের। এদিন তারই পাল্টা রেলমন্ত্রী বলেন, ‘যাঁরা এখানে চিৎকার করছেন, তাঁরা ৫৮ বছর ক্ষমতায় থাকার পরেও কেন এক কিলোমিটার যাত্রা করা ট্রেনে অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি? এই প্রশ্ন তুলতে তাঁরা ভয় পান।’
আরও পড়ুন: কালো মেঘে ঢেকেছে আকাশ! ৩ জেলায় মুষলধারে নামবে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর
রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল টেনে অশ্বিনী বৈষ্ণবের দাবি, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, উনি দুর্ঘটনার পরিসংখ্যানে বলতেন ০.২৪ থেকে কমে হার হয়েছে ০.১৯। তখন তা শুনে এখানে এঁরা টেবিল বাজাতেন। আজ যখন দুর্ঘটনার হার ০.১৯ থেকে কমে ০.০৩ হয়েছে তখন এরা দোষ দিচ্ছেন। এভাবে দেশ চলে? ট্রোল আর্মির সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অভিযোগ তুলেই চলেছে কংগ্রেস। এঁরা কি ২ কোটি ভারতবাসী যাঁরা ট্রেনে রোজ যাতায়াত করেন, তাঁদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছেন?’