কেন তাঁর এই সিদ্ধান্ত! তিনি বলছেন, তাঁর রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণ তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে কংগ্রেস সভাপতি পদের দিকে এগিয়ে যাওয়া৷ সেই কারণেই বিধায়করা বেঁকে বসেছেন৷ সেই কারণেই সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, কংগ্রেস হাই কম্যান্ডকে নাক গলাতে হয়েছে৷ এই গোটা কাণ্ডের দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েই তিনি বলেছেন কংগ্রেসের সভাপতি পদে তিনি লড়তে চান না৷ যদিও তা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কী বক্তব্য, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
এদিকে এই পরিস্থিতির আগেই ট্যুইট করে দ্বিগ্বীজয় সিংকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি পদের অপর প্রার্থী শশী থারুর৷ তিনি বন্ধুত্বপূর্ণ এক লড়াইয়ের কথা বলেছেন থারুর৷ তিনি বলেছেন, আমাদের লড়াই একই দলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ লড়াই, গান্ধী ও নেহেরুর আদর্শের পথে এগিয়ে যাওয়ার লড়াই৷ আমরা চাই, যে মানুষটিই জয়লাভ করুক, তাঁর হাতে যেন কংগ্রেসের জয় হয়৷