TRENDING:

গণতন্ত্রের সাময়িক পতন, নেপথ্যে বিজেপি ও আরএসএস, কর্ণাটক প্রসঙ্গে বিজেপিকেই দুষছে কংগ্রেস

Last Updated:

বিজেপির দিকে আঙুল তুলেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:   ১৪ মাসে কর্ণাটকে পতন হয়েছে কুমারস্বামী সরকারের। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস ও জেডিএস জোট । জোটের ঝুলিতে গিয়েছে ৯৯টি ভোট ও অন্যদিকে বিজেপি পেয়েছে  ১০৫টি ভোট ।
advertisement

যদিও এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি ও আরএসএস, এমনই অভিযোগ এনেছে কর্ণাটক কংগ্রেস । এই ঘটনাকে 'গণতন্ত্রের সাময়িক পরাজয়' বলে আখ্যা দিয়েছে কংগ্রেস । কর্ণাটকের এহেন পতনের নেপথ্যে রয়েছে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বিজেপি , বক্তব্য কংগ্রেসের তরফ থেকে ।

একইভাবে বিজেপির দিকে আঙুল তুলেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সিদ্দারামাইয়ার মতে কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য গোটা রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে বিজেপি ।

বাংলা খবর/ খবর/দেশ/
গণতন্ত্রের সাময়িক পতন, নেপথ্যে বিজেপি ও আরএসএস, কর্ণাটক প্রসঙ্গে বিজেপিকেই দুষছে কংগ্রেস