আপ-বিজেপি চর্চা চলছে অনেকদিনই৷ অপারেশন লোটাসের মাধ্যমে বিজেপি ভাঙন ধরানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ ছিল কেজরিওয়ালের৷ দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হবে, এমনটা অবশ্য কেজরিয়াল বারবার বলেছিলেন৷ দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। কেজরিওয়াল লিখেছিলেন, সারাদেশে যেখানেই যিনি ভাল কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, এই সিবিআই হানা আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত। সংঘাত ওঠে তুঙ্গে৷
advertisement
আরও পড়ুন: বৃষ্টি মাটি করবে না তো দুর্গাপুজোর শোভাযাত্রা? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
গত বৃহস্পতিবার দিল্লিতে জরুরি বৈঠক করে আপ৷ আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানান, অপারেশন পদ্ম ব্যর্থ হয়েছে৷ সব বিধায়ক আপের সঙ্গেই রয়েছেন৷ বিজেপি ২০ জন বিধায়ককে কিনতে চেয়েছিল৷ ৫৩ জন বিধায়ক বৈঠকে উপস্থিত হয়েছিলেন৷ ১২ জন সাংগঠনিক ও প্রশাসনিক কাজে বাইরে৷ এরপর দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।