TRENDING:

কংগ্রেসের সঙ্গে চাপানউতোর আম আদমি পার্টির, ইন্ডিয়া জোটকে নিয়েআশ্বাস দিলেন কেজরীওয়াল

Last Updated:

কংগ্রেস বিধায়কের গ্রেফতারি নিয়ে আপ ও কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মাদক মামলায় পঞ্জাবের কংগ্রেস নেতা তথা বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেফতার করেছে পুলিশ। তা নিয়েই শুরু হয়েছে আপ এবং কংগ্রেস নেতৃত্বের চাপানউতোর। তাদের দলের নেতাকে গ্রেফতার করে আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই বিতর্কের মধ্যেই আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোটের প্রতি দায়বদ্ধ তিনি।
ইন্ডিয়া জোটের চিন্তা বাড়িয়ে নতুন সংঘাতে কংগ্রেস-আপ৷
ইন্ডিয়া জোটের চিন্তা বাড়িয়ে নতুন সংঘাতে কংগ্রেস-আপ৷
advertisement

কেজরীওয়াল বলেন, “আমি শুনেছি কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।  তবে তার বিস্তারিত তথ্য আমি জানি না। আমি পুলিশের থেকে বিস্তারিত তথ্য জানব। মাদকের বিরুদ্ধে আমি অভিযান শুরু করেছি। কোনও বিশেষ ব্যক্তি সম্পর্কে আমি কিছু বলতে পারব না। তবে মাদকের রমরমা কারবার শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তবে কংগ্রেস বিধায়কের গ্রেফতারি নিয়ে আপ ও কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকাজুর্ন খাড়গে বলেন, ” কেউ যদি আমাদের প্রতি অবিচার করে আমরা তা সহ্য করব না।”  তিনি আরও বলেন, ” আমরা বিস্তারিত খোঁজ নেব৷ তবে যদি দেখি অবিচার করা হয়েছে, তাহলে তারা বেশিদিন টিকতে পারবে না।” কংগ্রেসের অভিযোগ, তাদের দলের নেতাদের টার্গেট করছে আপ। ফলে ইন্ডিয়া জোট নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

advertisement

এদিকে, দিন কয়েক আগে হরিয়ানায় আইএনএলডি-র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে গরহাজির ছিল আপ এবং কংগ্রেস। তবে উপস্থিত ছিল জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টি, তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ এবং দলনেতা ডেরেক ও ব্রায়েন। জেডিইউয়ের নীতীশ কুমার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদবরা উপস্থিত ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

শুক্রবারের সভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি গ্রহণের অভিযোগ তোলেন ইন্ডিয়া জোটের নেতারা। দ্রুত আসন সমঝোতা পর্ব মিটিয়ে ফেলার দাবি তোলেন ডেরেক ও ব্রায়েন। তাঁর দাবি, যত দ্রুত সম্ভব এই পর্বটি সম্পন্ন করতে হবে। রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানেও গিয়েছিলেন ডেরেক। সেখানে আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় তাঁর। আম আদমি পার্টিও দ্রুত আসন সমঝোতা পর্ব মিটিয়ে ফেলার পক্ষে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের সঙ্গে চাপানউতোর আম আদমি পার্টির, ইন্ডিয়া জোটকে নিয়েআশ্বাস দিলেন কেজরীওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল