TRENDING:

Delhi Lakshmir Bhandar: এবার দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডার মডেল, মাসে কত টাকা করে পাবেন মহিলারা? বড় ঘোষণা কেজরিওয়ালের

Last Updated:

কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, যেহেতু কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাই এখনই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠান সম্ভব হবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলায় সফল হওয়ার পর রাজ্যে রাজ্যে ভোটে জেতার জন্য ক্ষমতাসীন সরকারগুলির অস্ত্র হয়ে উঠছে লক্ষ্মীর ভাণ্ডার মডেল৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেও মহিলা ভোটারদের মন পেতে লড়কি বহিন প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়েছিল একনাথ শিন্ডে সরকার৷ এবার একই পথে হাঁটল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও৷
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশির সঙ্গে কেজরিওয়াল৷
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশির সঙ্গে কেজরিওয়াল৷
advertisement

বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, মহিলা সম্মান প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ১০০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দিল্লি সরকারের মন্ত্রিসভা৷ একই সঙ্গে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, দিল্লিতে আপ যদি টানা তৃতীয় বারের জন্য সরকার গড়ে তাহলে মহিলাদের এই মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে৷

আগামী বছর ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ তার আগে এই ঘোষণা করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কেজরিওয়াল যখন এই ঘোষণা করছেন, তখন তাঁর পাশেই বসে দিল্লির মুখ্যমন্ত্রি অতিশি৷

advertisement

আরও পড়ুন: কুলতলির পর ফারাক্কা, শিশু কন্যা ধর্ষণ-খুনে ৫৯দিনের মধ্যে শেষ শুনানি, শুক্রে রায়

তবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, যেহেতু কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাই এখনই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠান সম্ভব হবে না৷ মাসিক ২১০০ টাকা করে অনুদান পাওয়ার জন্য মহিলাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও তড়িঘড়ি শুক্রবার থেকে শুরু করে দিচ্ছে আপ সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

তবে মাসে মাসে এই বিপুল পরিমাণ অর্থের জোগান কোথা থেকে আসবে, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব দেননি কেজরিওয়াল৷ তিনি শুধু বলেন, হিসাবরক্ষার ক্ষেত্রে আমি একজন জাদুকর৷ কোথা থেকে টাকা আসবে এবং কীভাবে তা খরচ করতে হবে আমি ভাল ভাবে জানি৷ আমি যখন কিছু বলি, সেটা করে দেখাই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Lakshmir Bhandar: এবার দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডার মডেল, মাসে কত টাকা করে পাবেন মহিলারা? বড় ঘোষণা কেজরিওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল