পঞ্জাবে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে আপ-ই৷ ফলে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের শর্ত মানতে চাননি অরবিন্দ কেজরীওয়াল, ভগবন্ত মানরা৷ ফলে পঞ্জাবে জোট হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ এরই মধ্যে অসমেও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে দেন কেজরীওয়াল৷ পঞ্জাবে জোট ভেস্তে যাওয়ার পর দিল্লি সহ আরও বেশ কিছু রাজ্যে আপ বিরোধী জোটের পথে কাঁটা ছড়িয়ে দেয় কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে অভিষেক সাক্ষাৎ সেরেই কালীঘাটে মমতার কাছে দেব! আজই জল্পনায় অবসান?
এ দিন পঞ্জাবের খান্নায় একটি জনসভায় কেজরীওয়াল বলেন, ‘দু বছর আগে বিধানসভা ভোটে ১১৭টি আসনের মধ্যে আপনারা ৯২টি আসনে আমাদের জিতিয়েছিলেন৷ আমি আবার আপনাদের আশীর্বাদ চাইছি৷ পঞ্জাবের ১৩টি আসনের পাশাপাশি চণ্ডীগড় আসনটিতেও প্রার্থী দেবে আপ৷ কেজরীওয়াল বলেন, আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন৷ চণ্ডীগড়কে ধরলে পঞ্জাবে ১৪টি লোকসভা আসন রয়েছে৷ সবকটি আসনেই আপ প্রার্থী দেবে৷ আগামী ১০-১৫ দিনের মধ্যেই সব আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে৷’
এ দিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি কেজরীওয়াল৷ তিনি বলেন, ‘কংগ্রেস এত বছর ধরে শাসন করেছে৷ আপনারা যদি বলেন কংগ্রেসের একটা ভাল কাজ বলতে, আমার মনে পড়বে না৷ অকালি দল এত বছর ক্ষমতায় ছিল, তাদের কোনও ভাল কাজের কথা আপনাদের মনে পড়বে না৷’
আগামী ১৩ ফেব্রুয়ারি ফের আপের একটি বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই গোয়া, হরিয়ানা, গুজরাতে দলের রণকৌশল ঠিক করবে৷ ইতিমধ্যেই গুজরাতের ভারুচ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপ৷ ফলে এই তিন রাজ্যেও আপ কংগ্রেসের সঙ্গে আদৌ সমঝোতার পথে হাঁটবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷