সাংসদরা তাঁদের সাংসদ তহবিল থেকে যে কোনও জেলার কালেক্টরকে বছরে ৫ কোটি টাকা পর্যন্ত কোনও প্রকল্পে দিতে পারেন৷ বিজেপি নেতা হিরো বাজপেয়ীর কথায়, 'গত ১৭ অগাস্ট অরুণ জেটলির প্রস্তাব জমা পড়ে রায়বেরেলি প্রশাসনের কাছে৷' ৩০ জুলাই চিঠিটি লিখেছিলেন জেটলি৷ তারপরেই হাসপাতালে ভর্তি হন৷ জেটলির প্রস্তাব গ্রহণ করে জেলা প্রশাসন৷
গত বছর অক্টোবরে রায়বেরেলিতে তাঁর সাংসদ তহবিলের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করবেন বলে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি৷ লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই জেটলি এই ধরনের ঘোষণা করেছেন বলে তখন বিষয়টি দেখা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত কথা রেখেছেন জেটলি৷
advertisement
আরও ভিডিও: শুধুমাত্র রাজনৈতিক মহলই নয়, অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট জগতেও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2019 8:28 PM IST