অন্যদিকে মনোহর পরিকর মুখ্যমন্ত্রী হওয়ায় অর্থমন্ত্রকের পাশাপাশি এবার প্রতিরক্ষামন্ত্রীর বাড়তি দায়িত্ব সামলাবেন অরুণ জেটলি। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন মনোহর পরিকর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে এদিই পরিকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি অরুণ জেটলিকে প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব সামলানোর কথা জানিয়েছেন তিনি ৷
২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর প্রথম তিন মাস প্রতিরক্ষা ও অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন অরুণ জেটলি ৷
advertisement
শনিবার ফল ঘোষণার পর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দল বিধায়করা। এই অঙ্কের জোরেই শেষপর্যন্ত ত্রিশঙ্কু গোয়ার মসনদে ফের বসল বিজেপি। মনোহর পরিকরের হাতেই তুলে দেওয়া হল গোয়ার ভার। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১। পরিকার ২১জন বিধায়কের তালিকা জমা দিলে তাকে সরকার গড়তে ডেকেছেন রাজ্যপাল মৃদুলা সিনহা ৷