উত্তরপ্রদেশের জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতি এই বিষয়ে একটি নির্দেশ জারি করার পর বিবাহিত মহিলা বন্দীদের উপবাস পালন এবং উৎসবের সঙ্গে সম্পর্কিত সমস্ত আচার পালনের অনুমতি দেওয়া হচ্ছে। জেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিবাহিত নারী বন্দিদের মধ্যে ১০ জন কারাগারেই তাঁদের প্রথম করা চৌথ উদযাপন করছেন। জেল কর্তৃপক্ষ মহিলা বন্দীদের পরিবারের সদস্যদের তাদের পূজার সামগ্রী এবং খাবার পাঠানোর অনুমতি দিয়েছে।
advertisement
আরও পড়ুন - স্কুলে ওটা মস্ত বড় কী! গোখরো পাওয়া গেল শিশু বিকাশ কেন্দ্র থেকে
জেলা কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট আশিস তিওয়ারি বলেছেন, “এই মহিলাদের পর্যবেক্ষণে রেখেই সমস্ত আচার অনুষ্ঠান করতে দেওয়া হবে। পুজো শেষ হলেই তাঁদের ব্যারাক বন্ধ হয়ে যাবে। প্রায় ৬ জন নারী বন্দীর স্বামীও কারাগারে বন্দী। এই শুভ দিনে তাঁদের স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে।"
গোরখপুর জেলা কারাগারের প্রায় ১২ জন মহিলা বন্দী করবা চৌথ উপবাস পালন করছেন। মজার ব্যাপার হল স্বামী হত্যার ঘটনায় জড়িত দুই নারীও উপবাস পালন করছেন।