আরও পড়ুন: পাকিস্তানের উপর ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের! এবার বন্ধ করে দেওয়া হল ইমরান খান ও বিলাবলের
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এইদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাটারি চাসমা এলাকা থেকে থেকে সেনার একটি ট্রাক জম্মু কাশ্মীরের ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেয়। কিন্তু, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি এবং এই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
দুর্ঘটনার পরে উদ্ধারকাজে নামে সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়রা। সকলের সহায়তায় ৭০০ ফুট গভীর গিরিখাতে ওই ট্রাক এবং মৃতদেহগুলি উদ্ধার সম্ভব হয়।
আরও পড়ুন: তুমুল ঝড়-তুফান, কাঁপিয়ে ভারী বৃষ্টি, ৬০ কিমি বেগে বজ্রঝড়, আগামী ৬ মে পর্যন্ত দুর্যোগ
মৃতদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতেরা হলেন, সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। সূত্রের খবর, দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এর আগেও মার্চ মাসেও শাক সবজি পরিবহণ করার সময় একই ভাবে চাকা পিছলে গিরিখাতে গাড়ি পড়ে গিয়ে দুই জওয়ানের মৃত্যু হয়েছিল।