জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা এই ঘটনার সাক্ষী থাকল৷ বরফের চাদরে মোড়া কাশ্মীরে রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি শুধুই সাদা৷ প্রবল শৈত্যপ্রবাহের সঙ্গেই হচ্ছে তুষারপাত৷ বলাই বাহুল্য তাপমাত্রা হিমাঙ্কের নিচে৷ প্রায় সর্বত্র পুরু বরফের আস্তরণ পড়ে গিয়েছে৷
বরফের আস্তরণেই হাসপাতালে আটকে পড়েছিলেন দাদারপোরার ফারুক খাসনার স্ত্রী ও তাঁর সদ্যোজাত৷ হাঁটু পর্যন্ত বরফে চলাচল করাই দায় হয়ে পড়েছিল৷ সেখানে একটা ফোন পেয়েই জওয়ানের দল ছুটে আসে৷ স্ট্রেচারে করে বাচ্চা ও মাকে নিরাপদে বাড়ি ছেড়ে দিয়ে আসে সেনা৷ সংবাদ সংস্থা এএনআই এই খবর ট্যুইট করে ভিডিও পোস্ট করেছে৷
advertisement
চলতি মাসের শুরুর দিকে এই কুপওয়ারাতেই সেনার কাণ্ড মন ছুঁয়ে নিয়েছিল৷ এক অন্তঃসত্ত্বা মহিলার স্বামী সেনাকে ফোন করে জানিয়েছিল যে, তাঁর স্ত্রীর প্রসববেদনা উঠেছে৷ তিনিও এই বরফের জন্যই আটকে পড়েছেন৷ এক ফোনেই সেনা চলে এসেছিল মাঝ রাতে৷ স্ত্রী-কে হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ পরে সেই মহিলার এক পুত্র সন্তানের জন্ম দেন৷
