আরও পড়ুন : মন্ত্রীকে সরিয়ে লখিমপুরের তদন্ত হোক, রাষ্ট্রপতির কাছে আর্জি রাহুল-প্রিয়াঙ্কার
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মেন্ধর সাব ডিভিশন এলাকায় নর খস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ গত ১২ অক্টোবর একজন জুনিয়র কমিশনড অফিসার-সহ পাঁচ সেনাকর্মী পুঞ্চের সুরানকোট এলাকায় ডেরা কি গলিতে শহিদ হন ৷ তার এক মাস আগে গত ১২ সেপ্টেম্বর রজৌরি জেলায় এক অজ্ঞাতপরিচয় জঙ্গি প্রাণ হারায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানের ৷ ১৯ অগাস্ট রজৌরি জেলাতেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন এক জুনিয়র কমিশনড সেনা অফিসার ৷ অগাস্টের ৬ তারিখ দু’জন লস্কর-এ-তৈবার জঙ্গি মারা যায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৷
advertisement
আরও পড়ুন : আচমকা মন্দিরে প্রবেশের আগেই লুটিয়ে পড়লেন মাটিতে! কেদারনাথে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর...
গত কয়েক দিন ধরেই সেনা অভিযান চালানো হচ্ছে পুঞ্চে ৷ দুর্গম পার্বত্য অঞ্চল জঙ্গলে ঠিক কত জন জঙ্গি এই মুহূর্তে লুকিয়ে আছেন, এখনও সেনাবাহিনীর তরফে কিছু জানানো হয়নি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কোনও জঙ্গি প্রাণ হারিয়েছে কিনা, জানা যায়নি সেটাও ৷ বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-পুঞ্চ জাতীয় সড়ক ৷