এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অমিত শাহ। তারপরেই তিনি সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমবঙ্গে তুষ্টিকরণের রাজনীতি চলছে। আর সেই তোষণের রাজনীতি বাংলার আদি ঐতিহ্যের ক্ষতি করছে। এদিন পুজো দিয়ে কী প্রার্থনা করলেন অমিত শাহ ও? তিনি জানান, এদিন তিনি সারা বাংলা তথা দেশের সাধারণ মানুষ, আম জনতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে ভারত যাতে আবারও সেই প্রাচীন ঐতিহ্য ও গৌরবকে ফিরে পায়, তার জন্য তিনি প্রার্থনা করেছেন বলে জানান। এদিন অগ্নিমিত্রা পল সহ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন অমিত শাহকে স্বাগত জানানোর জন্য। মন্দির ঘুরে এদিন অমিত শাহ যান ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। ‘শ্রুতিনন্দন’–এর শিল্পীদের কণ্ঠে তিনি গানও শোনেন। তবে পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, এই সফরের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার এটি। অমিত শাহ তাঁর বাড়িতে কিছু না খেলেও তাঁর শিষ্যদের কণ্ঠে গান শুনেছেন বলে জানান তিনি।
advertisement