TRENDING:

‘‌বাংলায় তোষণের রাজনীতি চলছে’‌, ফের মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহের

Last Updated:

মন্দির ঘুরে এদিন অমিত শাহ যান ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। ‘‌শ্রুতিনন্দন’‌–এর শিল্পীদের কণ্ঠে তিনি গানও শোনেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌ বাংলা সফরে এসে ফের তোষণের রাজনীতির প্রসঙ্গ তুললেন অমিত শাহ। বাংলার ঐতিহ্য হারিয়ে গিয়েছে। বাংলাকে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরায় উদ্ধার করতে হবে। ভারতের জাতীয় বৌদ্ধিক ঐতিহ্যকে তুলে ধরার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই তোষণের রাজনীতি। শুক্রবার এই ভাষাতেই ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন অমিত শাহ। তিনি এদিন বলেন, এই ভূমি চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের ভূমি। এখানে এই তোষণের রাজনীতি চলতে পারে না।
advertisement

এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অমিত শাহ। তারপরেই তিনি সাংবাদিকদের বলেন, ‘‌পশ্চিমবঙ্গে তুষ্টিকরণের রাজনীতি চলছে। আর সেই তোষণের রাজনীতি বাংলার আদি ঐতিহ্যের ক্ষতি করছে। এদিন পুজো দিয়ে কী প্রার্থনা করলেন অমিত শাহ ও?‌ তিনি জানান, এদিন তিনি সারা বাংলা তথা দেশের সাধারণ মানুষ, আম জনতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে ভারত যাতে আবারও সেই প্রাচীন ঐতিহ্য ও গৌরবকে ফিরে পায়, তার জন্য তিনি প্রার্থনা করেছেন বলে জানান। এদিন অগ্নিমিত্রা পল সহ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন অমিত শাহকে স্বাগত জানানোর জন্য। মন্দির ঘুরে এদিন অমিত শাহ যান ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। ‘‌শ্রুতিনন্দন’‌–এর শিল্পীদের কণ্ঠে তিনি গানও শোনেন। তবে পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, এই সফরের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার এটি। অমিত শাহ তাঁর বাড়িতে কিছু না খেলেও তাঁর শিষ্যদের কণ্ঠে গান শুনেছেন বলে জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
‘‌বাংলায় তোষণের রাজনীতি চলছে’‌, ফের মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল