TRENDING:

Anubrata Mondal: তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত, দিল্লিতে রাত দেড়টা পর্যন্ত বিচারকের বাড়িতে চলল শুনানি

Last Updated:

রাত ৯টা নাগাদ বিমানে দিল্লি পৌঁছন অনুব্রত৷ এর পরেই নাটকের সূত্রপাত৷ হোলির ছুটির জন্য মঙ্গলবার বিকেলের পর বন্ধ হয়ে যায় আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত তিন দিনের জন্য নিজেদের হেফাজতে পেল ইডি৷ রাত দেড়টা পর্যন্ত নিজের বাস ভবনে শুনানির পর এই নির্দেশ দিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রাকেশ কুমার৷ প্রথমে ভার্চুয়াল শুনানির জন্য পেশ করলেও বিচারকের নির্দেশ পেয়ে মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির অশোক বিহারে বিচারক রাকেশ কুমারের বাড়িতে নিয়ে পৌঁছয় ইডি৷
advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ভোরে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয়৷ প্রথমে অনুব্রত মণ্ডলকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসে পুলিশ৷ এর পর তাঁকে পরীক্ষার পর দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেন চিকিৎসকরা৷ জোকার হাসপাতাল থেকেই অনুব্রতকে নিজেদের হেফাজতে নেয় ইডি৷

আরও পড়ুন: সাংসদ হয়েও দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর

advertisement

রাত ৯টা নাগাদ বিমানে দিল্লি পৌঁছন অনুব্রত৷ এর পরেই নাটকের সূত্রপাত৷ হোলির ছুটির জন্য মঙ্গলবার বিকেলের পর বন্ধ হয়ে যায় আদালত৷ বুধবারও হোলির জন্য বন্ধ থাকবে আদালত৷ ফলে ভার্চুয়ালি অনুব্রতকে রাউস অ্যাভিনিউ আদালতের অবসরকালীন বিচারক রাকেশ কুমারের সামনে পেশ করে ইডি৷

ভার্চুয়াল শুনানি শুরু হতেই ইডি-র পক্ষ থেকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে আবেদন জানান ইডি-র আইনজীবী৷ কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী মুদিত জৈন যুক্তি দেন, প্রথম বার হাজিরা সবসময় সশরীরেই করাতে হয়৷ এই নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও তুলে ধরেন তিনি৷ যদিও ইডি-র পক্ষ থেকে শেষ চেষ্টা করে বলা হয়, যাতে অন্তত ৯ মার্চ পর্যন্ত অনুব্রতকে তাদের হেফাজতে দেওয়া হয়৷ ওই দিন আদালত খুললে অনুব্রতকে সশরীরে পেশ করা হবে বলে জানান ইডি-র আইনজীবী৷  অনুব্রত মণ্ডলের আইনজীবী অবশ্য ইডি হেফাজতের বদলে অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর পক্ষেই সওয়াল করেন৷ দিল্লি বিমানবন্দরে নামার পর অনুব্রতকে প্রথমে হাসপাতালে না গিয়ে কেন ইডি দফতরে নিয়ে যাওয়া হল, সেই প্রশ্নও তোলেন ইডি-র আইনজীবী।

advertisement

দু' পক্ষের বক্তব্য শোনার পর মিনিট পাঁচেকের বিরতি নেন বিচারক রাকেশ কুমার৷ এর পরই ফের শুনানিতে ফিরে এসে অনুব্রত মণ্ডলকে সশরীরে তাঁর বাসভবনে নিয়ে আসার জন্য ইডি-কে নির্দেশ দেন বিচারক৷ সেই মতো অনুব্রত মণ্ডল এবং ইডি-র আইনজীবী ও কর্তারা বিচারকের বাড়িতে পৌঁছন৷ মঙ্গলবার রাত ১২টার পর ইডি-র সদর দফতর থেকে বের করে অনুব্রত মণ্ডলকে বিচারক রাকেশ কুমারের অশোক বিহারের ফেজ থ্রি-র বাসভবনে পৌঁছন ইডি কর্তারা৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে শুনানি। আগামী ১০ মার্চ আদালত খুললে বিচারক রঘুবীর সিংয়ের আদালতে ফের অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে৷ কারণ ওই বিচারকের এজলাসেই অনুব্রত মণ্ডলের মামলাটির শুনানি চলছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিচারকের বাড়িতে শুনানির সময়ও অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চায় ইডি৷ যদিও তাঁর বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী৷ দিল্লিতে অনুব্রতর মেডিক্যাল টেস্ট যথাযথ ভাবে হয়নি বলেও অভিযোগ করেন তাঁর আইনজীবী৷ অনুব্রতর আইনজীবী আরও জানান, তৃণমূল নেতাকে জেরার সময় তাঁর আইনজীবীরা ইডি দফতরে উপস্থিত থাকতে পারবেন৷ প্রতিদিন তাঁর মেডিক্যালও করাতে হবে৷ আধ ঘণ্টার জন্য একান্তে অনুব্রতর সঙ্গে দেখাও করতে পারবেন তাঁর আইনজীবীরা৷ শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে ফের ইডির সদর দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত, দিল্লিতে রাত দেড়টা পর্যন্ত বিচারকের বাড়িতে চলল শুনানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল