TRENDING:

Anubrata Mondal: সব দাপট উধাও, সুকন্যাকে দেখেই হাউ হাউ করে কেন কান্না অনুব্রতর? সাক্ষী থাকল তিহাড় জেল

Last Updated:

সূত্রের খবর, মেয়েকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত৷ মেয়েকে তিনি বলেন. ইডি-র তলব পেয়ে দিল্লিতে যাওয়া উচিত হয়নি তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: তাঁর প্রতাপে একসময় বাঘে-গরুতে একঘাটে জল খেত৷ বীরভূমে এমনই দাপট ছিল অনুব্রত মণ্ডলের৷ অথচ জেল বন্দি মেয়েকে সামনে থেকে দেখে সেই অনুব্রতরই যাবতীয় প্রতিরোধ ভেঙে গেল৷ হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেতা৷ বাবাকে দেখে তখন সুকন্যারও চোখে জল৷ শনিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তিহাড় জেল৷
সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
advertisement

দু জনেই তিহাড় জেলে থাকলেও অনুব্রত এবং সুকন্যার মুখোমুখি সাক্ষাত হয় না৷ তবে আদালতের নির্দেশে সপ্তাহে একবার আধ ঘণ্টার জন্য বাবা-মেয়ের সাক্ষাৎ হয়৷ সুকন্যার গ্রেফতারির পর গত শনিবার দ্বিতীয়বার মুখোমুখি হন দু জন৷

আরও পড়ুন: দিনভর ব্যস্ততা, তবু প্রতিদিন এই জিনিসগুলি ভোলেন না মমতা! জানেন কী কী

advertisement

সূত্রের খবর, মেয়েকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত৷ মেয়েকে তিনি বলেন. ইডি-র তলব পেয়ে দিল্লিতে যাওয়া উচিত হয়নি তাঁর৷ জবাবে সুকন্যা জানান, ইডি যেভাবে বার বার তলব করছিল তাতে না এসে উপায় ছিল না৷ প্রসঙ্গত, ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার পরই গরু পাচার মামলায় গত মাসে সুকন্যাকে গ্রেফতার করেছিল ইডি৷

advertisement

আরও পড়ুন: বাবার মতো পরিস্থিতি মেয়েরও, সুকন্যার জন্য এল আরও খারাপ সময়! দুশ্চিন্তায় অনুব্রতও

সুকন্যা অনুব্রতর কাছে আরও অভিযোগ করেন, গ্রেফতারির আগে পরে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করতে বা কথা বলতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু সেই অনুমতি দেয়নি ইডি৷

শেষ পর্যন্ত অবশ্য বাবা-মেয়ে দু জনেই দু জনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন৷ অনুব্রত সুকন্যাকে বোঝান, আইনজীবীরা চেষ্টা করছেন, খুব শিগগিরই জামিন মিলবে৷ অন্যদিকে মেয়ে আবার বাবাকে নিয়ম করে সব ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন৷

advertisement

প্রসঙ্গত এর আগেও আদালতে ইডি অফিসারদের দেখে অনুব্রত বলেছিলেন, ‘মেয়েটাকেও গ্রেফতার করলেন? বিবেক বলে কিছু নেই?’

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: সব দাপট উধাও, সুকন্যাকে দেখেই হাউ হাউ করে কেন কান্না অনুব্রতর? সাক্ষী থাকল তিহাড় জেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল